আমাদের কথা খুঁজে নিন

   

উদাসী উন্মাদ

"আমারে ফিরায়ে লহো অয়ি বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে"-শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
আমি জীবনকে দেখি, নিজের জীবন , অন্যের জীবন কষ্ট দেখি, কান্না দেখি মান অভিমানের পালা দেখি অতঃপর হাসতে থাকি...............। আমাকে পাগল ভাবা যায় উদাসী উন্মাদ শিকল দেখি , দেখি পরাজয় শুন্যতার নিষ্পেষণ দেখি আবার হাসতে থাকি...............। তবুও স্বপ্ন দেখি ঘোর লাগান স্বপ্ন দাসত্ব মেনে নেই অন্ধের চোখে জোছনা দেখি মমতার স্পর্শ খুঁজি আমি আর হাসতে পারি না....... পোষ্টটি ব্লগার বৃষ্টিধারা বুবুর জন্য।যার কথায় দীর্ঘ একবছর পরে নতুন একটি কবিতা লিখলাম।বুবু তোকে অনেক মিস করছি। ভালো থাকিস।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।