আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাবের মামলায় লিমনের জামিন



র‌্যাবের গুলিতে পঙ্গু হওয়া লিমন অবশেষে একটি মামলায় জামিন পেয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে র‌্যাবের করা মামলায় গতকাল সোমবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত থেকে লিমন জামিন পায়। লিমনের পক্ষে গতকাল ঝালকাঠির আদালতে জামিনের আবেদন করেন আইনজীবী নাসির উদ্দিন কবির, নাসিমুল হাসানসহ বেশ কয়েকজন আইনজীবী। তাঁরা মানবিক কারণে বিনা খরচায় দরিদ্র পরিবারের সন্তান লিমনকে আইনি সহায়তা দিচ্ছেন। গতকাল জামিন আবেদনের ওপর আদালতে শুনানিতে লিমনের আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন, র‌্যাবের উপসহকারী পরিচালক লুৎফর রহমান ২৩ মার্চ কাল্পনিক অভিযোগ এনে লিমনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৩২/ ৩৫৩/ ৩০৭/ ৩৪ ধারায় একটি মামলা করেন।

এতে অভিযোগ করা হয়, লিমন র‌্যাবের ওপর আক্রমণ করে সরকারি কাজে বাধা দিয়েছে। অথচ এই মামলা করার আগে একই সময় দেখিয়ে অস্ত্র আইনে লিমনের বিরুদ্ধে আরেকটি মামলা করে র‌্যাব। ওই মামলায় লিমনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক দেখানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পর লিমন কী করে র‌্যাবের ওপর আক্রমণ করল? জামিনের বিরোধিতা করে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোস্তাফিজুর রহমান আদালতকে বলেন, লিমন সন্ত্রাসী মোরশেদের সহযোগী। সে র‌্যাবের ওপর আক্রমণ করে সরকারি কাজে বাধা দিয়েছে।

তাকে জামিন দেওয়া হলে সরকারি বাহিনী দায়িত্ব পালনে আগ্রহ হারিয়ে ফেলবে। এপিপি অভিযোগ করেন, লিমনের বিষয়টি নিয়ে পত্রপত্রিকা বাড়াবাড়ি করছে। শুনানি শেষে বিচারক নুসরাত জাহান লিমনের জামিন মঞ্জুর করেন। আইনজীবীরা জানান, এই মামলায় লিমনের জামিন হলেও সে আপাতত মুক্তি পাচ্ছে না। র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের আরেকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

ওই মামলায়ও দু-এক দিনের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে লিমনের জামিনের আবেদন করা হবে। গত ২৩ মার্চ রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির পাশে গরু আনতে গেলে এইচএসসি পরীক্ষার্থী লিমন র‌্যাবের নিষ্ঠুরতার শিকার হয়। র‌্যাব সদস্যরা লিমনের এক পায়ে গুলি করেন। পরে চিকিৎসকেরা তার ওই পা কেটে ফেলতে বাধ্য হন। এরপর ওই দিন র‌্যাব কথিত বন্দুকযুদ্ধের অভিযোগে লিমনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দুটি মামলা করে।

লিমন এখন মানুষের আর্থিক সহায়তায় পঙ্গু হাসপাতালের কারাকক্ষে চিকিৎসাধীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.