আমাদের কথা খুঁজে নিন

   

আবারও র‌্যাবের নির্লজ্জ মিথ্যাচার

অন্যায়ভাবে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই । ।

আজ সমকালে খবরে প্রকাশিত ‘এক বছরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৬০’। র‌্যাবের আরেকটি নির্লজ্জ মিথ্যাচার-এর বহিঃপ্রকাশ এর মাধ্যমে ঘটাল। এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে কোনো ঘটনাকেই পরিকল্পিত হত্যা বলে উল্লেখ করা হয়নি।

এছাড়া তদন্ত রিপোর্টে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক সরকারি অস্ত্রের অবৈধ প্রয়োগের কথাও বলা হয়নি। অথচ বিভিন্ন মানবধিকার সংস্থাসহ বিভিন্ন পত্রিকার নিজস্ব প্রতিবেদনে এর চেয়ে অনেক বেশি নিহত হওয়ার খবর রয়েছে। বিভিন্ন লিংক- অধিকারের হিসেবে, এ সরকার ক্ষমতা নেয়ার পর চলতি বছরের ১ জানুয়ারী থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১২৫ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত সেপ্টেম্বর মাসে এ বছরের সর্বাধিক ৩৫ জন নিহত হয়েছে। অক্টোবর মাসে ২৮ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

নভেম্বর মাসে নিহত হয়েছে ১৪ জন। আইন ও সালিশ কেন্দ্রে আসক এক হিসেবে দেখিয়েছে, বর্তমান সরকারের আমলে ১২২ জন ব্যক্তি ক্রসফায়ারে নিহত হয়েছে। ক্রসফায়ার: সরকারের প্রতিশ্রুতি ভংগের নমুনা ২০০৯-এর জানুয়ারীর প্রথম সপ্তাহে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭১টি বিচার-বহির্ভূত হত্যাকান্ডের নেতৃত্ব দিয়েছে লীগ সরকার। সাপ্তাহিক বুধবার-২য়সংখ্যা আর নিরীহ মানুষ ও এই হত্যাকান্ড থেকে বাদ যায় নি তাও বিভিন্ন খবরে উঠে এসেছে-(র‌্যাবের হাতে মডেল বাপ্পী, মাদারীপুরে দুই সহোদরসহ আরো অনেক হত্যাকান্ড যার জ্বলজ্যান্ত প্রমাণ)। যা র‌্যাব কখনই শিকার করে না।

ক্রসফায়ার রাষ্ট্রীয় সন্ত্রাস: দ্রুত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করুন। আর নিউএজ এর সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিকের উপর অত্যাচারতো রয়েছেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.