আমাদের কথা খুঁজে নিন

   

কি তামাশা!!! সব ফক ফকা ! ও জুকেরবার্গ কি বাত্তি লাগাইলা ? একটি ফেসবুক HQ ছবি ব্লগ (১ম পর্ব)

নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।

" ফেসবুক একটি সামাজিক নেটওয়ার্ক সার্ভিস। " -ফেসবুককে নিয়ে শুধুমাত্র এই কথাটাই বলেন এর প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জুকেরবার্গ।

কিন্তু আমরা কি শুধুমাত্র এই একটি বাক্য দিয়ে এর পরিচয় বেধে পারি? কিছুদিন আগে তাহরির স্কোয়ারে যেই বিপ্লব সংগঠিত হল তার পিছনে অবদান ছিলো একটি ফেসবুক পেইজের । শুধু কি তাই গত বছর গরমে ফেসবুকের একটি গ্রুপ থেকে উদ্যোগ নিয়ে পথশিশুদের জন্য একদিন আম খাওয়ান হল। আমার খুব ক্লোজ বন্ধুর বড় আপুর বাচ্চা হবার সময় বি নেগেটিভ রক্ত প্রয়োজন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলাম। সকাল ৮ টার মধ্য ডোনার নিজ দায়িত্বে হসপিটালে হাজির ।

ড. মশিউর রহমানের সেই নোট কিংবা শ্রাবণী কে বাচাতে পেইজের কথা আমরা কিভাবে ভুলে যাই ! এই সব কিছু সম্ভব হয়েছে শুধু মাত্র ফেসবুকের কল্যাণে। ফেসবুক এখন শুধু সামাজিক নেটওয়ার্ক নয়, এর থেকেও বেশী কিছু। ফেসবুকের প্রতিষ্ঠাটা জুকেরবার্গ ছোট বেলা থেকেই বর্ণান্ধ। তবে সে নীল রং ভালো ভাবে দেখতে পারেন। একারনেই ফেসবুকের হোম ইন্টারফেস নীল।

আজ আপনাদের জন্য ফেসবুকের হেড অফিসের কিছু ছবি দিলাম। বর্তমান অফিসটি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যর পালো অল্টো তে অবস্থিত। ফেসবুকের বর্তমান অফিসটি ডিজাইন করেছে Studio O+A নামের সান ফ্রান্সিসকো ভিত্তিক এক ডিজাইন কোম্পানি। ইন্ট্রেরিয়র ডিজাইন করার সময় ফেসবুকের প্রত্যেক কর্মীর মতামত সমানভাবে নিয়েছে কিভাবে তারা তাদের অফিসকে দেখতে চায়। ফেসবুকের সার্ভার/ডাটা সেন্টার অফিসস্পেস/ওয়ার্ক এরিয়া কে বলবে এটা একটা অফিস, যেখানে কর্মীরা ব্যাস্ত দিন কাটায়।

ফেসবুক ওয়াল এভাবেই আনন্দ করতে করতে অফিস করে আহ! এতক্ষন পর উপমহাদেশের কাউকে দেখা গেলো ভদ্রলোক সম্ভবত এই উপমহাদেশের কেউ। বাম পাশের কোনা দিয়ে একজন সালয়ার কামিজ পরা এক কর্মীকে দেখা যাচ্ছে। পর্যাপ্ত আলো বাতাসের ব্যাবস্থা রয়েছে। একজন এক্সিকিউটিভ এর রুম। কুইজ উপরের বাবুটির পুরো নাম কি ? ছোটবেলা থেকে মার্ক জুকেরবার্গ এর কি শারীরিক অসুবিধা ছিল ? একটি বল্টু মিয়া প্রোডাকশন ।

এই প্রোডাকশন এর আরও কিছু পোস্ট যেগুলো আপনার ভালো লাগতে পারেঃ বিশ্বসেরা ১০টি স্নাইপার রাইফেল চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।