আমাদের কথা খুঁজে নিন

   

তামাশা !

-

প্রকৃতির বর্ণিল আয়োজনে রাতের আঁধারে চক্রাকারে রঙীন বাতির অসহিষ্ণুতা, আমাদের সলজ্জ অপেক্ষা! যাদুকর তখনও আসে নি; আর বাবা ছেলেকে দিচ্ছেন শান্তনা। মা মেয়েকে বুঝিয়ে দিচ্ছেন ঘড়ির কাটায় এ সময়ের ক্ষয়। বড় ভাই ছোট’কে ফিসফিসিয়ে শুনিয়ে যায় যাদুবিদ্যায় কারবার- রুমাল পায়রা হয়ে ডানা ঝাপ্টায় তো লাল কাগজ নীল হয়ে যায় তার হাতে ... এ সময় হঠাৎ সব আলো নিভে গেলে নিয়ন সাইন বিজ্ঞাপনের ঝলকের মত মঞ্চ রাঙিয়ে সোনালী শেরওয়ানী পড়ে বিশ্বখ্যাত যাদুকর শেষে এলেন মঞ্চে। ঘটনা কী ! এটা কি ধরনের তামাশা...? তিনি যে সম্পূর্ণ খালি হাতে এসেছেন ! উৎকন্ঠিত প্রানগুলি তখন খুব উদ্ভ্রান্ত। তখনি পর্দায় ভেসে উঠলো- 'করতালি' অহেতুক উচ্ছ্বাসে মেতে থাকে হলরুম... অমনি হল’টি সকলের তালিতে মুখরিত ! ! ছবিসূত্রঃ Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।