আমাদের কথা খুঁজে নিন

   

তোমার দামাল ছেলের ডাক

saving the world by sleeping দুরু দুরু বুকে লিখছি । কখন কি হয় বলা যায় না । চারদিকের পরিস্থিতি কেমন যেন ! কাউকে বিশ্বাস করা যায় না আবার সন্দেহটাও অমূলক । নিজেকে নিয়ে এক সন্দেহের টানপড়েন চলছে । বিবেকটা তাড়না করছে বারবার ।

কিন্তু এত যুক্তিবাদীদের প্রশ্নগুলোর উত্তরগুলাও ঠিকমত জানা নেই । এতকিছুতো চিন্তা করে রাস্তায় পদযাত্রা করিনি । রাজনীতি, দল, ধর্ম, মানবতা, সত্য, মিথ্যা সবকিছুর স্তুপকে পিছনে ফেলে ছুটে চলেছিলাম লেখাকে সম্বল করে। কিন্তু বন্ধুর মুখোশ পড়া সাপ দেখতে পাচ্ছি সামনে । আমার এখন কি করা উচিত ? একটা সময় ছিল যখন হুমায়ুন আজাদের মত গুটি সংখ্যক লেখক জীবননাশের আশংকায় থাকত ।

সময় পাল্টেছে । ব্লগ আর ফেসবুকের কল্যানে আর অকল্যানেই হোক আমি, তুমি এবং আপনি আর নিরাপদ নই । এই নিরাপত্তা কে দিবে ? আমার বাংলাদেশ !! আমার সরকার !! নাকি কেউ নাই ? তবুও আমি লিখব । ক্ষতবিক্ষত হয়েও লিখব । সত্য আমাকে লিখতেই হবে ।

একটা না একটা সময় তো খেলা থামবে । তখন শুরু হবে আরেকটা খেলা । তথ্যবিকৃতের খেলা । ইতিহাসের নাম পাল্টানেো । তার আগেই আমাকে অনেক কিছু করে যেতে হবে ।

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.