আমাদের কথা খুঁজে নিন

   

নারীনীতি : মাদ্রাসা শিক্ষক ও খতিবদের নিয়ে মাঠে নামছে মহানগর আ’লীগ



বিরোধী দলের ‘অপপ্রচারে’র জবাব দিতে মাঠে নামছে মহানগর আওয়ামী লীগ। নারীনীতিসহ বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তাদের সঙ্গে স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও খতিবদেরও রাখা হবে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫ মে থেকে ঢাকা মহানগরের ১৬টি নির্বাচনী এলাকায় জনসভা হবে। এসব জনসভায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিরোধী দলের ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচারে’র বিরুদ্ধে জনমত ও প্রতিরোধ গড়ে তুলতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পাশাপাশি উপস্থিত থাকবেন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মসজিদের খতিবরা।

নারীনীতি নিয়ে বিরোধীদল ও আমিনীদের ‘মিথ্যাচারে’র জবাব দিতেই মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মসজিদের খতিবরা উপস্থিত থাকবেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ফয়েজউদ্দিন মিয়া, সহিদুল ইসলাম মিলন, আব্দুল হক সবুজ, শাহ আলম মুরাদ প্রমুখ। আগামী ৫ মে থেকে ঢাকা মহানগরের ১৬টি নির্বাচনী এলাকায় জনসভা হবে। আগামী ৫ মে ঢাকা-১৪ আসনে, ৬ মে ঢাকা-৫ আসনে, ৭ মে ঢাকা-৬ আসনে, ৮ মে ঢাকা-১১ আসনে, ১০ মে ঢাকা-১৭ আসনে, ১১ মে ঢাকা-৪ আসনে, ১২ মে ঢাকা-৬ আসনে, ১৩ মে ঢাকা-১৬ আসনে, ১৪ মে ঢাকা-৯ আসনে, ১৫ মে ঢাকা-১৫ আসনে, ১৬ মে ঢাকা-১৩ আসনে, ১৭ মে ঢাকা-৭ আসনে, ১৮ মে ঢাকা-১২ আসনে, ১৯ মে ঢাকা-১৮ আসনে, ২০ মে ঢাকা-১০ আসনে, ২১ মে ঢাকা-২ আসনে জনসভা হবে জানান সংগঠনের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, “আমিনীসহ যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যেই মহানগর আওয়ামী লীগ এ কর্মসূচি হাতে নিয়েছে।

” এ কার্যক্রম শেষ হলে থানা ও ওয়ার্ড পর্যায়ে আলোচনা সভার আয়োজন হবে বলেও জানান তিনি। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে নেই, বরং আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে দাবি করে উপস্থিত নেতারা বলেন, “বিভিন্ন পত্র-পত্রিকায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পরার যেসব খবর ছাপা হয়েছে তা সত্য নয়। এসব পরিহার করতে হবে। ”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.