আমাদের কথা খুঁজে নিন

   

তারেক রহমান এথন কি করবেন?



তারেকের লন্ডনি জীবন যাপনের কথা লিখে বেশ চাপের মধ্যে ছিলাম। অনেকেই জানতে চেয়েছেন আমি কি খাই কি করি। তারেকের উপর নজরদারী করা ছাডা আমার আর কোন কাজ আছে কি না। উত্যাদি। তাদের কারো কথারই জবাব দেওয়া হয়নি সময়ের অভাবে।

তবে তাদের সুবিধার জন্যে আমি একটি লিংক দিয়েছিলাম সম্ভবত লিংকটিতে কারো যাওয়া হয়নি। যাই হোক গতকাল একটি ষোক সংবাদ আমাদের কষ্ট দিয়েছে। লন্ডনে তারেকের সবচে কাছের বন্ধু বিএনপি নেতা কমরুদ্দিন কাল শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন। ( ইন্না লিল্লাহ .......... রাজেউন) খুব কম বয়সে চলে গেলেন কমরুদ্দিন। সিলেটিদের মাঝে তার পরিচিতি ছিল ভালো বন্ধু হিসাবে।

তারেক কে তিনি ঋনি করে গেছেন লন্ডনে আশ্রয় প্রশ্রয় দিয়ে। প্রশ্রয় কথাটা ইচ্ছা করেই বল্লাম। তারেক চিকিৎসার নামে লন্ডনে যা করে বেড়াচ্ছেন সে কথা আগের কিস্তিতে লিখে অনেকের খিস্তি কপালে জুটেছে। আসলে কমরুদ্দিনের নাম আসার কারন তারেকের লন্ডনি জীবন যাত্রার রসদ জোগাতেন তিনি। অবশ্য দুষ্টু লোকেরা অন্য কথা বলে।

তাদের ধারণা তারেকের পাহার করা টাকার একটি অংশ ছিল কমরুদ্দিনের কাছে। সত্য-মিথ্যা প্রমান সাপেক্ষ। গত কাল কমরুদ্দিন তারেকের পরিবাররে সাথে সাউথ ইয়র্কসায়ার বীচ ঘুরতে গিয়েছিলেন। দিনভর হই হুল্লোড়ের পর ( যারা তারেকর চরিত্র ফুলের চেয়ে পবিত্র মনে করেন তাদের জন্যে নির্মল বায়ৃ সেবনের পর) তারা বাকিংহাম হলিডে ইনে আসেন রাত্রি যাপনের জন্যে। সে খানে একটু আধটু মদ্যপানের পর কমরুদ্দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।

তারেক নিমক হারাম নন। তার ডাকেই এ্যম্বুলেন্স আসে। তবে বিধাতার ডাকের কাছে পৃখিবীর টান বড় নয়। পরবর্তী খবর আমরা জানি। আমার এত কথা বলার কারন তিনটি এক।

কমরুদ্দিনের মৃত্যুর পর তারকের টাকার যোগান কে দেবে? দুই। কমরুদ্দিনের কাছে যদি সত্যিই তারেকের পাচারকৃত টাকা থেকে থাকে সেটি উদ্ধার হবে কি ভাবে। তিন। টাকা পয়সার উৎস শুকিয়ে যাওয়ায় তারেক কি দেশে ফিরে আসবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.