আমাদের কথা খুঁজে নিন

   

"এক'শো বছর আগের কবি-সাহিত্যিক"



শরৎচন্দ্র চট্রোপাধ্যায় : ১৮৭৬ সালে হুগ্‌লী জেলার দেবানন্দ পুর গ্রামে, বাংলা সাহিত্যের এক অসামান্য কথাশিল্পী শরৎচন্দ্রের জন্ম। তাঁর বাবার নাম, মতি লাল চট্টোপাধ্যায়। নিজ গ্রামে লালু চ্যাটার্জি নামে পরিচিত ছিলেন। অল্প বয়সে পিতৃহীন হন। উপযুল্ত অভিভাবকের অভবে এবং পেটের দায়ে অল্প বয়সে ভবঘুরে হন এবং চাকুরি উপলক্ষে জীবনের বহু কাল বর্মার রাজধানী রেঙ্গুনে বাস করেন।

তাঁর সাহিত্যে , যে সব বখাটে ছোকরা, ঠাকুর, চাকর, ঝি এবং পতিত-পতিতাদের সমাজ বহির্ভুত জীবনের রূপ প্রতি ফলিত হতে দেখা যায়। মাসিক "যমুনা" পত্রিকা তাঁরই সম্পাদনা। তাঁর লেখা "পথের দাবী" গ্রন্হটি ব্রিটিশ সরকার এক সময় বায়েজাপ্ত করে। কলিকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে "জগত্তারিণী" পদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে "ডি. লিট" উপাধি দিয়ে সম্মানিত করে। ।

১৯৩৮ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তাঁর লেকা উল্লেখযোগ্য গ্রন্হ গুলি ; শ্রীকান্ত, দেবদাশ, দত্তা, গৃহদাহ, বিন্দুর ছেলে, বিরাজ বৌ, দেনা-পাওনা মেজদিদি, রামের সুমতি, শুভদা, পরিণীতা, পল্লী সমাজ প্রভৃতি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.