আমাদের কথা খুঁজে নিন

   

নির্বোধ

ইচ্ছে করে এই ফাগুনের মনোহরণ আমের বোলের ঘ্রাণে নিঃশ্বাস নেই বুক ভরে ঢেউয়ের মতন ভরা ধানের ক্ষেতে বাতাসের ঢেউয়ে পাখির ডানা মেলে ভাসি। সর্ষে ক্ষেতের দিগন্ত হলুদ মাঠে প্রজাপতি ও ভ্রমর গুঞ্জরণে হৃদয়ের কথা বলে উড়ি। নদীর স্বচ্ছ জলে কুলুকুল সুরে সোনার বাংলা আমি তোমায় ভলোবাসি গানে জীবনের স্বপ্নগুলি খুঁজি। অসহায় লালের ছোপ চারপাশে, আগুনের লেলিহান শিখা জ্বীব মেলে লকলকে। লাফিয়ে উঠে চাপতি অন্ধকারে যখন তখন। বর্বর রোবট আওড়ে যায় মুখস্ত বুলি,যেন সীসা দিয়ে ওদের মগজ সিল করে দেয়া হয়েছে কেয়ামতের আগেই। একপাল অন্ধ বরাহ দাঁতাল দাঁত মেলে ধেয়ে যায় ধেয়ে যায় ধ্বংসের উত্তেজনায়। থেমে যাবে অচিরেই মাতন তোদের গড়িয়ে যাবি জাহান্নামের কুপে আমরা উত্তাল হাত তুলে জড়িয়ে যাবো মানব বন্ধনে, ভালোবাসায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।