আমাদের কথা খুঁজে নিন

   

নির্বোধ মানুষ



তুমি আমি তো ৫২ -৭১ দেখিনি বন্ধু ভাই, বাবা, স্বজন হারাইনি যুদ্ধে দেখিনি ফাঁসিতে ঝোলা বোনের দেহ দেখিনি বুলেটে ঝাঁঝড়ানো বন্ধুর বুক শিয়ালের ছিঁড়ে খাওয়া বিকৃত শব হাত-চোখ বাঁধা প্রিয় শিক্ষকের গলিত মুখ। তুমি আমি তো তান্ডব দেখিনি বন্ধু তবুও প্রাণের গভীরে সযত্নে গাঁথা দেশ- জাতি-ভাষার ইতিহাস রক্ত মজ্জা-চেতনায় ৫২-৭১ মিলেমিশে একাকার। কিন্তু ওরা তো মুক্তির সংগ্রাম মিছিল, রক্ত, লাশ দেখেছে গুলির শব্দ, মানুষের আর্তনাদ শুনেছে বাতাসে গলিত লাশের গন্ধ পেয়েছে তবু কেন ওরা ৫২-৭১ বোঝে না বন্ধু? আজ বোঝে না মা, মাটি, ভাষা অভিন্ন বোঝে না শহীদ মিনার, স্মৃতিসৌধ আপন সত্ত্বা, বড় দুঃখ হয় বন্ধু! বড়ই করুনা হয় এই সব নির্বোধ মানুষের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।