আমাদের কথা খুঁজে নিন

   

নির্বোধ দ্বিধা



তোমারে দিতে আর্তি, দ্বিধা করি তব- দাও যদি ফিরায়ে, এই অধম’রে। দূর হতে তাই, প্রসাদ বিলায়ে যাই- কভু যদি কৃপা করো, এ বিনাশী পাপী তরে । তোমার অমৃত সুধা কি করে করি পান- এ মোর নির্বোধ, অমার্জনীয় শিষ্টাচার । মন মন্দিরে হায়! লুকায়ে রাখি তারে- প্রতিমা গড়ি নিজ প্রাণে, লয় হই তারি নিষ্প্রাণে। দূর মরুর প্রহেলিকা, আমায় ধাধাঁয় বাধেঁ- তোমারেই খুজেঁ ফিরি, মহা’নন্তের অতল সীমানায়। সচকিতে সম্বিতে ফিরি, আমি নই আর আমাতে- তোমাতেই বিলীন, তোমার তরে, আমার রিক্ত হৃদয়খানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।