আমাদের কথা খুঁজে নিন

   

নিশি রানী..

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়।
নিশি রানীর একটা চারা ভাতিজির টবের গাছ হতে এনে লাগিয়েছিলাম সম্ভবত ২০০৪/৫ সালে। দীর্ঘদিন লালন পালনের পর ২০০৬ এ চলে যাই দুবাই। ইহাসহ আমার সন্তানতুল্য গাছগুলোকে রেখে যাই আমার স্ত্রী ও শ্যালকের তত্ত্বাবধানে। সেখানেই সম্ভবত ২০০৮ এ ফোটে এ ফুলটি।

১টি মাত্র ফুল ফুটতেই আনন্দে উদ্বেল হয়ে ওঠে সবাই। সারা রাত জেগে ফুলের ছবি তোলে। আমাকে জানায়। যদিও আমি তখন হাজার মাইল দুরে, অনুভব করেছিলাম অনাবিল আনন্দ। এখনো কম্পিউটারে সংরক্ষিত সে ফটোগুলো দেখে আনন্দ পাই।

গাছটি এখনো আছে। এবার আরেকটি চারা বানিয়েছি। জানিনা আবার কতদিন পর কোন এক নিশিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোন এক রানীর আগমন ঘটবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।