আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতা

প্রতিটি অক্ষর মহাকালের দৈনিক

তোমাতে শুরু, তোমাতে শেষ তোমারে খুজি আমি, তোমাতে নিরুদ্দেশ জীবন তুমি, মৃত্যু তুমি, তুমি ক্ষমাশীল ত্রাতা আশা তুমি, হতাশা তুমি, পরম বিধাতা তুমি জ্ঞানী, তুমি অবুজ তুমি ধূসর, তুমিই সবুজ আধার তুমি, আলো তুমি, তুমি আলোকিত নূর, সচ্ছ তুমি, ঘোলাটে তুমি, জটিলতা কর দূর। তুমি চেনা, তুমি অচেনা তুমি শান্তির পরশ, তুমিই যন্ত্রণা দাতা তুমি, গ্রহীতা তুমি, সেই তুমি হও দেনা তোমার কাছে বিক্রি করে, তোমা হতে হয় কেনা তুমি মিত্র, তুমিই ঘাতক তুমি সন্তুষ্ট, তুমি চাতক সুপ্ত তুমি, খোলসা তুমি, থাক তুমি আড়ালে মাঝ নদীতে বৈঠা ফেলে, তুমি হাওয়া দাও পালে তুমি সবাক, তুমি নির্বাক তুমি পরিচিত, তুমি হতবাক ক্ষুদ্র তুমি, বৃহৎ তুমি, তুমি দয়ালু দয়াময় শত যন্ত্রণায় অক্কয় তুমি, অল্পে হও ক্ষয় তুমি অলীক। তুমি সত্য তুমি উদাসীন, তুমি মত্ত বিচারক তুমি, আসামি তুমি, তুমি অন্তর্যামী তোমাতে উত্তান হয়, তোমাতেই হয়ত নামি তুমি আমির, তুমিই ফকির তুমি অশ্লীল, তুমি জিকির আশা তুমি, নিরাশা তুমি, তুমি অতি উৎকৃষ্ট তুমি নিচ, তুমি কুলীন, সেই তুমি সর্বশ্রেষ্ঠ। সসীম তুমি, অসীম তুমি, সদা আছ মোর পাশে বন্ধুরও তুমি, শত্রুরও তুমি, কখনও থাক বাসে। তুমি স্থির, তুমি গতিশীল তুমি নির্দয়, তুমি ক্ষমাশীল কাছের তুমি, দুরের তুমি, তুমি বন্ধুর চিরচেনা ভালয় তুমি, মন্দে তুমি, তোমাতে চাই পানাহ তুমি আকার, তুমি নিরাকার তুমি সবার, তুমি শুধুই আমার জানা তুমি, অজানা তুমি, তুমি জতিল ধাধা বন্ধনে তুমি, ভাঙ্গনে তুমি, যায়না তোমায় বাঁধা তুমি আকাশ, তুমিই পাতাল তুমি ধার্মিক, তুমিই মাতাল অন্তরে তুমি, বাহিরে তুমি, কর সর্বত্র বিরাজ সীমার হতে জুনুন, শুধু তুমি রাজাধিকাজ তুমি উত্তর, তুমি দক্ষিণ পূর্ব তুমি, তুমিই পশ্চিম তুমি বাধক্যে, তুমি তারুণ্যে তুমি মরুভূমি, তুমি অরন্যে দাসী তুমি, প্রভু তুমি, তুমি কঠিন, তরল মধ্যম তুমি, অমৃত তুমি, তুমি ভয়ংকর গরল তুমি চালাক, তুমি বোকা তুমি নির্বাক, তুমি একরোখা পাক তুমি, নাপাক তুমি, তুমি বস্তু দুর্লভ তোমারত কিছু নাই, তোমাতে নিহিত সব। তুমি বিস্তৃত, তুমি সংক্ষিপ্ত তুমি অপরাগ, তুমি তৃপ্ত ভোগে তুমি, ত্যাগে তুমি, তুমি কোথা নাই ইহকাল খুজি, পরকাল খুজি, খোজার শেষ চাই তুমি বন্দী, তুমি মুক্ত তুমি আলাদা, তুমি যুক্ত মূর্খ তুমি, জ্ঞানী তুমি, তুমি অন্তর্যামী পিতা তুমি, মাতা তুমি, তুমি প্রণয়ের স্বামী তুমি সদর, তুমিই অন্দর তুমি মাথাব্যাথা, তুমিই জ্বর আস্তিক তুমি, নাস্তিক তুমি, তুমি হতবিহবল সীমার তুমি, পাষাণ তুমি, তোমার চোখেই জল তুমি আকর্ষণ, তুমি বিকর্ষণ তুমি অনাবৃষ্টি, তুমি প্রবল বর্ষণ ইতর তুমি, ভদ্র তুমি, তুমি ভদ্র কারিগর আদি তুমি, অন্ত তুমি, মহাপ্রনয়ে অমর তুমি জটিল, তুমিই সরল তুমি মাতি, তুমি জ্বল। কৃষ্ণ তুমি, সুভ্র তুমি, তুমি ছাড়া নেই কেউ নিথর তুমি, পাথর তুমি, জলতরঙ্গের ঢেউ তুমি ঘৃণা, তুমি ভালবাসা তুমিই হতাশা, তুমিই আশা জীবন তুমি, দোযখ তুমি, তুমি সুন্দর জান্নাত সময়ে তুমি, অসময়ে তুমি, তুমিই দিনরাত তুমি কুহেলী, তুমি অস্পষ্ট, দেখিনা তোমার কায়া তুমি ভালোবাসো, তোমারে ভালবাসি, তুমিই আমার প্রিয়া। (কাঙ্গাল কবি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।