আমাদের কথা খুঁজে নিন

   

আর্থিক প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে নির্দেশনা

রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারী কর্মকর্তা ও কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ছয় মাস নির্ধারণ করে প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে।
বিষয়টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণ করে প্রণীত নীতিমালা আগামী ৩০ অগাষ্টের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
এ বিষয়ে অর্থমন্ত্রণালয় ২০০৯ সালের জানুয়ারি মাসে একটি প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ওই প্রজ্ঞাপনের আলোকে নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছে।
এর আগে ব্যাংকগুলোর জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নির্ধারণ করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
সরকারি সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস বাধ্যতামূলক। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানে এই নিয়ম মানা হয় না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.