আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিয়া... নস্টালজিকের গান!

মুন রিভার ... শুরুর কথা... যে দ্রোহ আমার ভিতরে জ্বেলে দিয়েছিলো শাহবাগ, দেশপ্রেমের যে দ্রোহে আমার মত অযুত মানুষ ঘর ছেড়ে, ভিড় ঠেলে সামনে এসে দাড়িয়েছিলো...রাজনীতির চিরপরিচিত একঘেয়ে ঘুলঘুলিতে এই চেতনা হারিয়ে যাবে? যেতে পারে? শাহবাগ আমাকে দিয়েছে রাজাকার জামাত শিবির এর বিরুদ্ধে রুখে দাড়ানোর যুথবদ্ধ শক্তি! আমাকে দিয়েছে সাহস, শাহবাগ আমাকে জানিয়েছে সকল অপশক্তির বিরুদ্ধে আমরা পক্ষ নেবো দেশের! দলীয় সংকীর্ণতার উর্দ্ধে উঠে উচ্চকিত হবো যে যার জায়গা থেকে, বিভেদ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যাবো সামনের দিকে! গানের কথা... গান গাইতে পারি না! তাতে কি? আর তো ভয় পাই না আমি! সাহস করে গেলাম! সুর করতে পারি না! তাতে কি! গিটারের জি-ডি-এ সার্কেল ধরে সাহস করে সুর করে ফেললাম! শাহবাগ তো আমাকে সাহসী হতে শিখিয়েছে! আমাদের সাহসী হতে শিখিয়েছে! ১৪ ফেব্রুয়ারি শাহবাগ এ নেমে এসেছিলো আলোর সমুদ্র! কি অপার্থিব একটা দৃশ্য! এখনও দেখলে বুকের ভিতর হু হু করে!সেই অপার্থিব দৃশ্য-কেই শব্দে ধরতে চাইলাম! সুরে ধরতে চাইলাম! লিরিক লিখে ফেললাম খুব কম সময়ে! অবধারিত ভাবে লিরিকে এলেন শহীদ জননী জাহানারা ইমাম! যিনি আমাদের রাজাকারদের বিরুদ্ধে যুথবদ্ধ করেছিলেন! কি করে ভূলি সেই জাগরণের দিন! গান-টা হবার জন্য সর্বাত্মক সহযোগীতার হাত বাড়িয়ে দিলো সামির আর সামি! যত্ন করে গিটার বাজিয়ে দিলো সামি। আর অনেক সময় নিয়ে মিক্সিং আর মাস্টারিং করে দিলো সামির। আমাদের দেশের মাটিতে অপার শান্তি নেমে আসুক! আমাদের দেশের পবিত্র মাটি রাজাকার মুক্ত হোক! বন্ধুরা, আমাদের অন্তরে থাকুক আলোর সমুদ্র অপার! শাহবাগ এর প্রজন্ম বিস্ময় গিটারঃ সামি মিক্সিং & মাস্টারিং- সামির শাহবাগ এর প্রজন্ম বিস্ময় লড়াই চেনে, না চেনে না ভয় ফেব্রুয়ারি চৌদ্দ, ফাগুন মাসে আলোর সাগর, শাহাবাগে হাসে! লক্ষ কোটি মোমের আলোয় আশা দেশপ্রেমিকের চোখের তারায় আলো শহর থেকে অলি-গলি-গ্রামে জাগরনের গান ছড়িয়ে গেলো! যে শোনেনি তারুণ্যের আওয়াজ দেখেও যে দেখেনি জাগরণ বাংলাদেশের হৃদয় পতাকায় আজ নতুন ইতিহাস কথন! প্রজন্ম চত্বরে যোদ্ধা সব মুক্তিযুদ্ধ আমার চোখের মনি জীবন দিয়ে রুখবো ঘাতক দল হাসিমুখে শহীদ জননী! শাহবাগে প্রজন্ম বিস্ময়... শাহবাগ এর প্রজন্ম বিস্ময় প্রজন্ম বিস্ময়- রিভার্বনেশন লিঙ্ক  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।