আমাদের কথা খুঁজে নিন

   

জীবনে গ্রেড ভিত্তিক সফলতা নিয়ে একটি আইডিয়া...একটি ফান পুষ্ট দেখুনতো আপনার সঙ্গে কোনটা মিল..



হিন্দি ছবি থ্রি ইডিয়োটস্ আমরা অনেকেই দেখেছি।সেখান আইসিই এর ডিরেক্টর প্রথম দিনই ছাত্রদেরকে ডেকে নিয়ে জানিয়ে দেন কোয়েল বার্ড এর গল্প। তেমনি আমাদের মাঝেও সেই স্কুল জীবন থেকে চলে আসে সেই তীব্র প্রতিযোগিতা।সবসময় চাই অন্যকে প্রয়োজনে ধাক্কা মেরে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাই...কিন্তু এই আইডয়াটা সম্পূর্ন-ই নতুন। এখানে সবাই সফল হবে... তাহলে বলছি - প্রথম গ্রেডের ছাত্ররা নিশ্চিৎ ভবিষ্যৎ দেখে নিজেদেরকে ডাক্তার বা ইঞ্জিনীয়ার হিসেবে এবং তাতে তারা সেইরম গর্বিত হয় .... সেক্ষেত্রে দ্বিতীয় গ্রেডের ছাত্ররা চলে আসে উইনিভার্সিটিতে অনার্স / মাষ্টার্স করে এক পর্যায়ে বিসিএস দিয়ে হয় সচিব অথবা বড় কর্মকর্ত যারা সেই ডাক্তার বা ইঞ্জীনিয়ারদেরকে উঠানো আর বসানোর ক্ষমতা অর্জন করে... আবরি তৃতীয় গেডের ছাত্ররা পলিটিকস করে একসময় সেখান থেকে হয় এমপি-মন্ত্রী যারা একসময় সেই সচিবদেরকেও উঠানো আর বসানোর ক্ষমতা অর্জন করে... আর যারা লাষ্ট গ্রেডের মানে ফেল কারা ছাত্র তারা একসময় হয় আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া ডন যারা সেই এমপি-মন্ত্রীদেরকেও উঠায় আর বসায়... তাহলে দেখা গেলো কম গ্রেড নিয়েই বেশি ক্ষমতা...বেশি সফলতা... তাই চিন্তার কোনো কারন নেই সফলতা একভাবে আসলেই হলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।