আমাদের কথা খুঁজে নিন

   

হুগো

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । হুগো আমরা আজ বিষন্ন শুধুই তোমার জন্য ছিলে অনলবর্ষী বক্তা তুড়ি মেরে সব উড়িয়ে দিতে কথায় বানাতে তক্তা । বিপ্লবী তুমি দূর্ণিবার সারা পৃথিবীর অনাচারে ছিলে চির সোচ্চার । দলিত মানুষকে দিয়েছিলে বাঁচার উজ্জীবনী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলে চির প্রতিবাদী ।

হে কমরেড তোমার কাছে ছিলনা কোন জাত ভেদাভেদ । তোমার জলপাই রঙ্গের উর্দি আজ শুধুই সময়ের সাক্ষী সারাটি জীবন ছিলে তুমি নিপীড়িতের রক্ষী । সহস্র সালাম তব বীর সেনানী আমাদের কথা বলতে পারায় তোমার কাছে ঋণী । ছিলে সাহসী সেনানায়ক ভেনেজুয়েলার কারাকাস থেকে সর্বগ্রাসী নিউইয়র্ক । সাম্রাজ্যবাদের চোখ রাঙ্গানি নিয়ে কখনোই ভাবনি ।

অবশেষে ক্যান্সারের কাছে হলে পরাজিত ভুলেই গেছি তুমিও মানুষ রক্ত মাংসের দেহ । তবু ক্ষুদ্র কিছু মানুষের মত তুমিও রবে সবার হৃদয়ে জাগ্রত । (সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অনলবর্ষী প্রতিবাদী হুগো শ্যাভেজকে গভীর শ্রদ্ধা) ছবি : সংগৃহীত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.