আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লবী হুগো চাভেজ চলে গেলেন - - -চির বিদায়ে

যদি মানুষ না হই তবে যেন আবার জন্ম নিই মানুষ হয়ে. . . বিদায় বিপ্লবী হুগো চাভেজ চির বিদায় নিলেন যুগ ও যুগান্তরের বিপ্লবী চেতনা চে-গুয়েভারার চেতনায় মিশেল ভেনেজুয়েলার অবিসংবাদিত বিপ্লবী নেতা হুগো চাভেজ। তিনি চলে গেলেন জীবন ও যুদ্ধের ৫৮ বছর বয়সে। প্রায় দুই বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে গতকাল মঙ্গলবার তাঁর জীবনাবসান হয়। গতকাল টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে এই নেতার মৃত্যু সংবাদ জানান দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। চাভেজের মৃত্যুতে দেশটিতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস হোসে হাওয়া মিলানো।

আগামী শুক্রবার চাভেজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। আজ বুধবার বার্তা সংস্থা রয়টাসের্র খবরে এ কথা জানানো হয়। ২০১১ সালের মধ্যভাগে চাভেজের দেহে ক্যানসার ধরা পড়ে। চতুর্থবারের মতো অস্ত্রোপচারের জন্য তিনি গত বছরের ১১ ডিসেম্বর কিউবার হাভানায় যান। কিউবায় ক্যানসারের চিকিত্সা শেষে গত মাসে দেশে ফেরেন প্রেসিডেন্ট চাভেজ।

তিনি রাজধানী কারাকাসের সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল স্থানীয় সময় বিকেল চারটা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কান্নাজড়িত কণ্ঠে নিকোলা মাদুরো বলেন, ‘এটি আমাদের জন্য গভীর দুঃখের মুহূর্ত। ’ তিনি আরও বলেন, ‘তাঁর কাজ, তাঁর পতাকা সম্মান ও মর্যাদার সঙ্গে ঊর্ধ্বে তুলে ধরা থাকবে। কমান্ডার, তোমাকে ধন্যবাদ। তোমাকে অশেষ ধন্যবাদ জানাই সেই সব মানুষের পক্ষ থেকে, যাদের তুমি রক্ষা করেছিলে।

’ চাভেজের মৃত্যুর খবর শোনার পর রাস্তায় নেমে আসে তাঁর অসংখ্য সমর্থক। তারা কেঁদে কেঁদে বলতে থাকেন, ‘চাভেজ বেঁচে আছে’; ‘আমরাই চাভেজ’। কংগ্রেস প্রধান দিওসদাদো ক্যাবেলো বলেন, ‘কেউ মনে করবেন না যে চাভেজ চলে গেছেন। তিনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন। ’ ৫৮ বছর বয়সী হুগো চাভেজ লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ১৪ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন।

২০১২ সালের অক্টোবরে তিনি আরও ছয় বছরের জন্য নির্বাচিত হন। তাঁর মৃত্যুর পর এখন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস-প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। দেশটির সংবিধান অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বিশ্ব নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। পাঠকের মন্তব্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।