আমাদের কথা খুঁজে নিন

   

হ্যা কিংবা না

এসো স্বপ্নের জরায়ুতে নিষিক্ত করি স্বপ্ন

যদি বলো ‘না’, কারণ জিজ্ঞেস করবো না ‘হ্যা’তেও বিস্ময় নেই কিছুই পিঁপড়ের আদলে শ্রমিক ঘাম বৃদ্ধ বেলুনওয়ালার আকাশচাহনি একই ছায়াছবির গল্পে জাল বুনে রোজ বিকেলে তোমার ধবল আঙিনায় পথ হাঁটা, … কি বদলাবে আর? বদলে যাবে না কিছুই, বদলাবে না ধূমায়িত পেয়ালার চায়ের চুমুক; ব্যালকনি টবে একটি গোলাপ বিদায়ী সম্বোধনেও দেখ শহুরে ফুলের শুভ্র রোম্যাঞ্চ ! অথচ তোমার ‘হ্যা’তেও শীতল পরশ তোমার ‘না’ শব্দটি বদল‍াতে পারে না কিছুই। কারণ তোমার ‘হ্যা’ আর ‘না’ এর দূরত্ব বড়জোর এক মৌমাছি পথ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।