আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি পুরনো (১৮+মিশ্রিত) জোকস।

বিরিন শট

কয়েকটি পুরনো (১৮+মিশ্রিত) জোকস। হাসা বাধ্যতামূলক নয়। হাসি না এলে কাঁদলেও চলবে। তবে হাসলে তাৎক্ষণিকভাবে হাসতে হবে। বিলম্বে প্রাপ্ত হাসি বা ত্রুটিপূর্ণ হাসি কোনোরকম কারণ দর্শানো ব্যতীরেকেই বাতিল করা হবে।

১। নারীর সংজ্ঞা কি? এমন একজন যে দরজায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে কিনতু সময়ের অভাবে ভিতরে এসে বসে না। ২। রোগীঃ ডাক্তার সাহেব, আমার কঠিন অসুখ দেখা দিয়েছে, যখনি আমার বৌ কথা বলতে শুরু করে আমি কিছুই কানে শুনতে পাইনা। ডাক্তারঃ ও ভাই, এটা অসুখ না, আল্লাহর তরফ থেকে আপনার জন্য খাস নেয়ামত।

৩। জাপানীরা একটা ক্যামেরা আবিস্কার করেছে যেটার শাটার স্পীড এত বেশী যে মহিলাদের মুখ বন্ধ অবস্থার ছবিও তুলে ফেলা যায় ৪। স্ত্রীঃ (গলায় উৎকণ্ঠা) বারান্দায় অমন কাপড়-চোপড় ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছো কেন? মানুষ তোমার জিনিস দেখছে! স্বামীঃ (গুরুত্ব না দিয়ে) তাতে কি? স্ত্রীঃ আহা ভিতরে আস, মানুষ ভাববে আমি তোমায় টাকার লোভে বিয়ে করেছি। । ৫।

এক লোক আর তার স্ত্রীর মধ্যে ঝগড়া এক ছোট তর্কাতর্কি থেকে প্রচন্ড রূপ ধারণ করল। স্বামীঃ আমার ভেতরের পশুটাকে বেরিয়ে আসতে বাধ্য করোনা। স্ত্রীঃ এহ্ যে না আমার ইদুঁর, ওটা দেখে ভয় পায় কে? ৬। রাগী জামাই একদিন তার শ্বশুরকে SMS পাঠালো-- “YOUR PRODUCT NOT MEETING MY REQUIREMENTS.” উত্তর আসলো-- “WARRANTY EXPIRED, MANUFACTURER NOT RESPONSIBLE..” ৭। এক লোক আর তার স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হচ্ছে---সন্তান জন্মদানের কষ্ট বেশী নাকি বলে লাথি খাওয়ার কষ্ট বেশী? স্ত্রী অনেক যুক্তি দেখিয়ে বললো সন্তান জন্মদিতে বেশী কষ্ট, বেশী ব্যথা পাওয়া যায়।

লোকটি কিছুতেই তা মানতে রাজী না। তার যুক্তি, মেয়েরা একটা সন্তান জন্মদিয়েও আরেকটি সন্তান নেয়ার জন্য পীড়াপীড়ি করে। কিন্তু যে ছেলে একবার তার বলে লাথি খেয়ে টের পেয়েছে কিরকম ব্যথা লাগে সে ওখানে আরেকটা লাথি আর কিছুতেই খেতে রাজী হবে না। ৮। ত্রিশ বছরের এক ছেলে ষাট বছরের এক মহিলাকে বিয়ে করবার পর বাসরঘরে প্রবেশ করলো।

সকালবেলা ছেলেটির লাশ পাওয়া গেল। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেল, “মেয়াদোত্তীর্ণ দুধ পানে মৃত্যু”। (ভাই, সবতে খালি পড়তাছেন, মাগার হাসি আইল না কান্দন আইল একজনও ভি কইতাছেন না। (আফসুস!!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।