আমাদের কথা খুঁজে নিন

   

কালো রাজহাঁস!!! একটি অস্কার জয়ী ছবি'র দর্শক প্রতিক্রিয়া

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

আমি ছবি দেখি খুবই বেছে বেছে কারন ছবি হলো কিছু দর্শন আর যে কোন প্রকারের দর্শন গ্রহন করতে আমার সমস্যা হয়! কারন সবকিছু চেখে দেখতে গেলে পেট খারাপ হতে পারে এবং ডায়েরিয়া হয়ে মারা যেতে পারি! ব্ল্যাক সোয়ান নামের এক ছবি অস্কার জিতছে! নাটালি পোর্টম্যানের নাম বিভিন্ন জায়গায় দেখলাম। তো ভাবলাম,এত কিছু জয়ী এই ছবি নিশ্চিত কিছু একটা! তাই খোঁজ করে বের করে ফেললাম। ছবি'র শুরুতেই একটু বোঝা যায় যে ক্যামন হতে পারে। এই ছবি'র শুরুতেই যে ব্যালে ডান্স দেখে মনে হল উচ্চমার্গীয় ছবি। ওকে, দেখি।

একজন সহজ-সরল সাদামাটা ধৈযশীল ও কঠোর অনুশীলনে বিশ্বাসী মেয়ে নিনা। ৪ বছর ধরে একটা গ্রুপে নাচে সে,সেই গ্রুপের বিখ্যাত 'প্লে' হল একটি রাজহাসের আত্মকথা টাইপের নাচ। নাচে সাদা এবং কালো দুইধরনেরই প্রতিমূর্তি আঁকতে হবে। কিন্তু নিনা ( নায়িকা ও মূল চরিত্র) সাদা মানে শুভ্রতার অংশটুকু ভালই করে তবে অন্ধকারাচ্ছন্ন কালো রাজহাঁসের অংশে সমস্যা দেখা যায়। সমস্যা কি? তা হলো যে, তার অভিনয়ে সহজাত বিষয়টি অনুপস্থিত! ছবিটা টেনেটুনে মাত্র দেখা শেষ করলাম,পুরোটা দেখার মত শক্তি ও সাহস অর্জন করতে পারলাম না! তাই ছবির কোন রিভ্যিয়ু দেয়ার সাহস করলাম না।

শুধু নিজে কি বুঝলাম তা নিয়ে কয়েকটা কথা বলতে চাই তা হলো, এই ছবি দেখতে চাইলে ছবি পরবর্তী সাইকোলজিক্যাল এফেক্ট নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। যা দেখানো হয়েছে যে, মেয়েটি শুধুমাত্র একটি নাঁচের অনুষ্ঠানে সফল হবার জন্য তার ব্যাক্তিগত জীবনে দুর্বিষহ পরিস্থিতি'র সম্মুখীন! তার জীবনে অবাধ যৌনতার অনুপস্থিতি তার কাঙ্খিত সফলতার পথে সবচেয়ে বড় বাঁধা,যৌন অভিজ্ঞতা ছাড়া সে নিজে'র ভেতর "বদ"অস্তিত্ব খুঁজে পায় না!পরিশেষে মেয়েটি মাদক থেকে শুরু করে যৌন অনাচারের পথে পা বাড়ানোর চিন্তা করে,মায়ে'র সাথে খারাপ আচরন করে, এবং এই সকল টেনশনজনিত কারনে শারিরীক সমস্যার সম্মুখীন হয় এবং সবশেষে নিজের প্রাণটাও বেঘোরে হারায়! এখানে পরিষ্কার দেখানো হয়েছে যে, ব্যালেরিনা'র জীবনে কি কি অনুষঙ্গ দরকার। সফল একজন ব্যালেরিনা হতে হলে, ছলা-কলা,বদ মতলব,অবাধ যৌনাচার এবং পরিস্থিতি'র শিকার হওয়া প্রয়োজন ( উদাঃ সাবেক 'সোয়ান' বেথ) ! একটি সহজ-সরল-স্বাভাবিক জীবনের মেয়ে কিভাবে প্রতিটি পদে ব্যার্থ হয় তা দেখানো হয়েছে। নায়িকার চরিত্রে সাবলীলতা এলো তবে, মাদক ব্যাবহার,সমকামী অভিজ্ঞতা'র কল্পনাগুলো গ্রহন করার পর এবং মায়ে'র অবাধ্যতা এবং বেশ কয়েকজনের সাথে অনৈতিক আচরনের পর! সবশেষে দেখায় যে, নিজ চরিত্রে'র বাইরে যেয়ে কিছু করার ফল কখনোই ভাল নয় এবং সেটা কারো জন্যই শুভ নয় তা ছবি'র শেষে নায়িকার মৃত্যুই প্রমান করে। আমার কাছে ছবিটি অনেক উচ্চমার্গীয় এবং প্রশংসনীয় মনে হলেও বলবো এটা "অসুস্থ" ছবি।

দেড় ঘন্টা জুড়ে দেখলাম মানুষের অকারন ইচ্ছা ও তার পরিনামের গজব! কারন এসব শিক্ষা'র জন্য বিভিন্ন উপকরন চারদিকেই আছে যারা দেখে না তারা কখনই দেখবে না। ছবিটার ভয়াবহ স্বাদের সাথে তুলনা করা যায় বিখ্যাত বাংলা উপন্যাস "কাছের মানুষ" এর সাথে। যা কিছু দেখানো হলো তার সবই ঠিক আছে কিন্তু এসব হলো নির্মম বাস্তবতার ভয়াবহ কুরুচিপুর্ণ দৃশ্য! আমি বুঝলাম যে,"খারাপ মানুষ চাইলেও ভাল কিছু করতে পারে না আর ভাল মানুষ চাইলেও খারাপ কিছু করতে পারে না"


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.