আমাদের কথা খুঁজে নিন

   

এখনি সময় শত্রু নিধনে

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। এখনি সময় শত্রু নিধনে- জেগেছে দীপ্ত প্রাণের চেতনবিদ্ধ জোয়ার জল, জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে হবে জঞ্জাল সকল। এখনি সময় জেগে উঠো প্রাণ তন্দ্রা ছেড়ে, অন্ধাকারের দাঁতালো হিংস্র পশুর দল ছিন্ন-ভিন্ন করতে চায় মায়ের আচল; ওদের তীক্ষ্ণ নোখ উপড়ে ফেলার প্রত্যয়ে প্রাণে প্রাণে সম্মিলন হোক আকরিত বিশ্বাস। যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে যতক্ষণ নিশ্বাস, গৃধ্নু ওরা, লাশের গন্ধে ভাগাড়ে ঘোরে, লেবাসের তলে লুকিযে রাখে কামুক দাঁত; ওদের চিহ্নিত করো নিঃচিহ্নের প্রয়োজনে। এসো ভালোবাসার সৌরভ নিয়ে এগিয়ে যাই- শত্রু নিধনের চেতনায়। এখনি সময়, সময়ের আঘাত এবার হানতেই হবে- আজন্ম লালিত শত্রুর পাঁজরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।