আমাদের কথা খুঁজে নিন

   

হালের সামু ক্রেজ "পরিবেশ বন্ধু" রেট্রোসপেকটিভ ঃ একটি ঐতিহাসিক ব্লগ গুবেশনা মুলক পোস্ট

পূর্ণিমার চাঁদ যেন লোলায়িত রুটি !
'পরিবেশ বন্ধু' কে হালকা-পাতলা করে দেখতে গিয়ে মডুরা আজ ব্লগ ছাড়া হওয়ার উপক্রম । পরিবেশ বন্ধু' তার অফিস ল্যাবের কয়েকজন কম্পিউটার এঞ্জিনিয়ারের ভয় দেখিয়ে মডুদের সাবধান করে দিয়েছেন, তার সাথে বেঈমানী করলে তিনি পুরো বাংলাদেশের ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিবেন । মডু সাহেব সাবধান - পরিবেশ বন্ধু আসুন 'পরিবেশ বন্ধু' সম্পর্কে আমরা আরও কিছু জানি । **পরিবেশ বন্ধু একজন প্রথম শ্রেনীর কম্পিউটার এঞ্জিন ছাড়াও তিনি 'বাংলাদেশ সাহিত্য পরিষদ' এর সংগ্রামী সভাপতি এবং 'কবি সমাজ বাংলাদেশ ********** সুচেনা বার্তা' এর সম্মানিত সম্পাদক । বাংলাদেশ সাহিত্য পরিষদ **পরিবেশ বন্ধু একজন স্বঘোষিত 'নজরুল গুবেশক' ।

কবি নজরুলের জন্মদিন ১১ই জৈষ্ঠ বা ২৫শে মে' হলেও নজরুল গুবেশক পরিবেশ বন্ধু তা পালন করেন ১৫ই মে,, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী **পরিবেশ বন্ধু'র মডুদের থ্রেট দেয়া পোস্ট নিঃসন্দেহে উনার সেরা পোস্ট । এই পোস্টের আগে উনার সেরা পোস্ট ছিল এটি,, সামু ব্লক জরিফ / সাধু সাবধান **পরিবেশ বন্ধু'র সবচেয়ে প্রিয় ব্লগার "এক্সট্রাটেরিস্টিয়াল স্বর্ণা" । স্বর্ণা'কে নিয়ে তার দুইটি ঐতিহাসিক পোস্ট,, ১। স্বর্ণার সাথে পরিবেশ বন্ধুর কল্পিত চ্যাট কাহিনী আজি তার লাগি করি দোয়া / যে ছিল মোর হৃদয়ের ছায়া ২। স্বর্ণা'কে নিয়ে ব্লগার পরিবেশ বন্ধুর জনমত জরিফ, জনমত জরিফ স্বর্ণার পক্ষে হাত উঠান / মেম থেকে মিসে সামু ব্লগে কখনোই বিনুদুনের অভাব ছিল না ।

যুগে যুগে সামুতে এই সব ব্লগার উদিত হয়েছেন বিনুদুনের ভান্ডার নিয়ে । তবে অনেকদিন পর ব্লগ সত্যিকার ভাবে জমে উঠেছে । সপ্তাহ খানেক "রেজা ঘটক" ব্লগে ব্যাপক বিনুদুন দিয়েছেন । রেজা ঘটকের রেশ কাটতে না কাটতেই ব্লগে বিনুদুনের এটম ব্যোম নিয়ে হাজির পরিবেশ বন্ধু । ব্লগ বিনুদুন যুগ যুগ জিয়ো.. __________________________________________________________ রেজা ঘটকের বিনুদুন যারা মিস করেছেন, তাদের জন্যঃ 'রেজা ঘটক' সামুর উদীয়মান ব্র‌্যান্ড নেইম ।

হাস্যরস করা ঠিক হবে না । । রেজা ঘটক আবারো বিয়ে করলেন ওয়াসিম আকরাম রেজা ঘটক ভাবছি, সামুতে আর লিখব না... রেজা ঘটক
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.