আমাদের কথা খুঁজে নিন

   

ছোটো থেকে বড়

প্রতিটি ক্ষেত্রে ভালো চিন্তা ও সেই সাথে ভালো কাজ করা উচিত। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করা উচিত।

বড় হয়ে কেউ জন্মায় না। জন্মের পর থেকে নিজের চেষ্টায় ও অধ্যাবসায় বড় হতে হয়। এই চেষ্টা আর অধ্যাবসায়ের শক্তিতে পৃথিবীর অনেক মানুষ একেবারে সাধারন স্তর থেকে উঠে গেছে খ্যাতির স্বর্ন শিখরে।

হয়েছেন বিশ্ব খ্যাত। এমনি কয়েকজন বিশাল ব্যাক্তির নাম বলছি, যাদের জীবনের শুরু হয়েছিলো একেবারেই ক্ষুদ্র পরিসর থেকে। এরা হলেন--- মহাকবি শেক্সপিয়ার--প্রথম জীবনে ছিলেন থিয়েটারের হেলপার। মার্কিন উপন্যাসিক উইলিয়াম ফকলার--প্রথম জীবনে ছিলেন রংমিস্ত্রি। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান--প্রথম জীবনে ছিলেন কাপড়ের দোকানদার।

গল্পকার ও হেনরী--প্রথম জীবনে ছিলেন কাউবয়। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান--প্রথম জীবনে ছিলেন অভিনেতা। ইসরাইলী প্রধানমন্ত্রী মিসেস গোল্ডা মায়ার--প্রথম জীবনে ছিলেন স্কুল শিক্ষিকা। মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ড-প্রথম জীবনে ছিলেন পুরুষ মডেল। ইটালীর জনক গিউসেপ গ্যারীবন্ডী--প্রথম জীবনে ছিলেন একজন অতি সাধারন নাবিক।

জার্মান ডিকটেটর এডলপ হিটলার--প্রথম জীবনে ছিলেন পোষ্টার শিল্পী। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী--প্রথম জীবনে ছিলেন বৈমানিক। ইংরেজ কবি রবার্ট বার্নস--প্রথম জীবনে ছিলেন বর্গাচাষী। বিজ্ঞানী আলবার্ট আইনষ্টাইন--প্রথম জীবনে ছিলেন অতি সামন্য বেতনের এক পেটেন্ড অফিসের কেরানী। বিশ্ববিখ্যাত হ্যাভিওয়েষ্ট মুষ্টি যোদ্ধা জর্জ ফোরম্যান--প্রথম জীবনে ছিলেন ইলেক্ট্রনিক্স কারখানার মিস্ত্রি।

বিখ্যাত চিত্রশিল্পী পল গঁগ্যা--প্রথম জীবনে ছিলেন মাটি কাটার শ্রমিক। অভিনেত্রী মেরিলিন মনেরো--প্রথম জীবনে ছিলেন কারখানার শ্রমিক। বিখ্যাত গায়ক এলডস প্রিসলী--প্রথম জীবনে ছিলেন ট্রাক ড্রাইভার। বাংলাদেশের বিখ্যাত দানবীর ও শিল্পপতি রণদা প্রসাদ সাহা--প্রথম জীবনে ছিলেন সেপাই। বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল--প্রথম জীবনে ছিলেন ক্রিকেট বল টোকার।

বিখ্যাত অভিনেতা জ্যাকি চাং--প্রথম জীবনে ছিলেন কাঠ মিস্ত্রী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.