আমাদের কথা খুঁজে নিন

   

কবীরা গুণাহ

আমি অতি সাধারণ মানুষ

আল্লাহ্‌ তায়ালা বলেনঃ তোমরা ব্যাভিচারের নিকটবর্তী হয়োনা। এটা অশ্লীল কাজ এবং খারাপ পন্থা। (সূরা-বনী ইসরাইল) কোরআন মাজীদের সূরা আন নূরে আল্লাহ্‌ বলেনঃ ব্যাভিচারি পুরুষ এবং ব্যাভিচারিণী নারী- উভয়কে ১০০ ঘা বেত মার। আল্লাহ্‌র বিধান কার্যকর করতে গিয়ে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে। যদি তোমরা আল্লাহ্‌ ও পরকালে বিশ্বাসী হয়ে থাক।

মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। আলেমগণ বলেছেন এটা অবিবাহিত ব্যাভিচারি ও ব্যাভিচারিণীর শাস্তি। তবে তারা যদি বিবাহিত হয়ে থাকে অথবা জীবনে একবার হলেও বিবাহ করে থাকে, তাহলে তাদেরকে পাথর নিক্ষেপে হত্যা করতে হবে। এটা হাদিস থেকে প্রমাণিত। হাদিসে আরো আছেঃ দৃষ্টি হচ্ছে ইবলিসের একটি বিষাক্ত তীর।

যে ব্যক্তি একে সংযত রাখবে, আল্লাহ্‌ তার মনকে ইবাদতের প্রকৃত স্বাদ দান করবেন, যা সে কিয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবে। রাসুল (স) বলেছেনঃ কোনো বেগানা পুরুষ ও বেগানা নারী নিভৃতে সাক্ষাত করলে সেখানে শয়তান হয় তাদের ৩য় সঙ্গী। আবু দাউদ, তিরমিজী ও বায়হাকীর বর্ণিত হাদিসে রাসুল (স) বলেনঃ কোনো বান্দা যখন ব্যাভিচার করে, তখন তার ভেতর থেকে ঈমান বের হয়ে যায়। অতঃপর তা তার মাথার ওপর মেঘের মত ভাসতে থাকে। তারপর সে যখন তওবা করে তখন ঈমান পুনরায় তার কাছে ফিরে আসে।

রাসুল (স) বলেনঃ আল্লাহ্‌ তায়ালা কিয়ামতের দিন তিন ব্যাক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত থাকবে। তারা হলঃ ব্যাভিচারি বৃদ্ধ, মিথ্যাবাদী শাসক ও অহংকারী দরিদ্র। এক হাদিসে রাসুল (স) বলেনঃ হে মুসলমানগণ! তোমরা ব্যাভিচার বর্জন করো। কেননা এর ৬টি শাস্তি। তন্মধ্যে ৩টা ইহকালে আর ৩টা পরকালে প্রকাশ পায়।

যে তিনটা শাস্তি ইহকালে প্রকাশ পায় তা হল- তার চেহারার ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়, তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যায় এবং তার দারিদ্র চিরস্থায়ী হয়। আর যে তিনটা শাস্তি আখিরাতে প্রকাশ পায় তা হল- সে আল্লাহ্‌র অসন্তোষ, কঠিন হিসাব এবং দোজখের আযাব ভোগ করবে। মোটকথা যেসব জিনিস ব্যাভিচারকে উদ্বুদ্ধ করে, সেগুলিও ব্যাভিচারের ন্যায় কবীরা গুনাহ। অথচ প্রেম আজ কত সহজ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.