আমাদের কথা খুঁজে নিন

   

কবীরা গুনাহ

মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না!

'যদি তোমরা সেসব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পার যা থেকে তোমাদের বেঁচে থাকার নির্দেশ দেয়া হয়েছে, তবে আমি তোমাদের ছোটখাটো ভূলত্রুটিগুলো ক্ষমা করে দেব এবং মর্যাদাপূর্ণ স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো" (সুরা আন-নিসা-৩১) কবীরা গুনাহগুলোথেকে বেঁচে থাকতে হলে আমাদের অব্শ্যই এ ব্যাপারে স্পষ্ট ও বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। পাঠকদের জন্য কবীরা গুনাহ সম্পর্কে কিছু বলা হলো। রিয়া : রিয়া অর্থ লোক দেখানো কাজ। আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের জন্য নয়, বরং মানুষের কাছে খ্যাতি অর্জনের জন্য ভালো কাজ করার নাম রিয়া। আল্লাহ রাব্বুল আলামীন এদের সম্পর্কে বলেন : যারা মানুষদেরকে প্রদর্শন করে বেড়ায় তারা আল্লাহকে কমই স্মরণ করে' নবী করিম (সাঃ) রিয়াকে ছোটো শিরক হিসেবে ঘোষণা করেছেন। রিয়াকারী ব্যক্তি : কিয়ামতের দিন আল্লাহর দেখা পাবেনা আল্লাহ তার সঙ্গে লোক দেখানো আচরণ করবেন কোনো এবাদত কবুল হবে না, তা যতো কষ্টকরই হোক না কেনো নেক আমলগুলো বিক্ষিপ্ত ধুলি কণায় পরিণত হবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাতের নেযামতগুলো প্রদর্শন করিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন। বেচে থাকার উপায় : আল্লাহ বলেন "যে ব্যক্তি আল্লাহর প্রতি নির্ভর করে স্বীয় আমলকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খালেছ করে, তবে এ সমস্ত লোক মুমিনদের সাথে থাকবে আর আল্লাহ তাদের মহা পুরস্কার প্রদান করবেন।" রিয়া থেকে বাচার জন্য আসুন : সারাক্ষণ সতর্ক থাকি নিয়ত বিশুদ্ধ করি নিয়মিত কিছু গোপন ইবাদত করি বেশী বেশী আল্লাহর সাহায্য চাই (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.