আমাদের কথা খুঁজে নিন

   

কবীরা গুনাহ -২

মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না!

পোষাক হে বনী আদম! আমি তোমাদের জন্য পোষাক সৃষ্টি করেছি যা তোমাদের দেহের অনাবৃত অঙ্গকেও আবৃত করে এবং সৌন্দর্যের উপকরণ হয় (আল আরাফ-২৬) এই পোষাকই আবার কখনো কখনো আল্লাহর অভিশম্পাত প্রাপ্তির কারণ হতে পারে- যখন নারীরা পুরুষের সদৃশ পোষাক এবং পুরুষ নারী সদৃশ পোষাক পরিধান করে (বুখারী শরীফ) নারী যখন এমন মিহি কাপড় পরিধান করে যার উপর দিয়ে দেহের ভিতরের সব দেখতে পাওয়া যায় খ্যাতি ও অহংকারের পোষাক যে লোক তার কাপড় অহংকার সহকারে টানবে কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি নজর ও দিবেন না (আল- হাদিস) সৌন্দর্য বৃদ্ধির জন্য অঙ্গ প্রত্যঙ্গে বিকৃতি বা পরিবর্তন করণ : নবী (সাঃ) বলেন যে মেয়ে দেহে উল্কি আকে, দাত শানিত করে, নবী (সাঃ) এর অভিসম্পাত তার উপর। (আল হাদীস) যে মেয়ে চুল বা পশম উপড়ায় এবং অপরের দ্বারা এ কাজ করায় তার উপর আমার অভিশম্পাত (আল হাদীস) (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.