আমাদের কথা খুঁজে নিন

   

সাংসদদের আচরণ বিল সংসদে উত্থাপন

বাংলা ব্লগে লেখার অগ্রহ অনেক দিনের, তাই লিখছি ।

সাংসদদের ক্ষমতার অপব্যবহার রোধ ও আচরণ নির্ধারণে সংশোধিত আকারে একটি বেসরকারি বিল পাসের সুপারিশ করে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল মতিন খসরু গত বৃহস্পতিবার এ সংক্রান্ত সংসদ সদস্যদের আচরণ বিল, ২০১১ সংসদে উপস্থাপন করেন। এর আগে বিলটি নিয়ে আলোচনার সময় সংসদীয় কমিটির কয়েকজন সদস্য ভিন্নমত প্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সংশোধিত আকারে বিলটি পাসের সুপারিশ করেন বলে জানা যায়। ২০১০ সালের ১৪ জানুয়ারি আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করেন।

বিলে বলা হয়েছে, সাংসদেরা নিজেদের দায়িত্ব্রও কর্তব্যের প্রতি অবিচল থেকে যাতে কাজ করতে পারেন, সেই লক্ষ্যে এ বিল আনা হয়েছে। বিলে সাংসদদের আচরণ ও মূল্যায়ন নিশ্চিত করতে স্পিকারের নেতৃত্বে অনধিক নয়জন সাংসদের সমন্বয়ে একটি নৈতিকতা কমিটি গঠনের কথা বলা হয়েছে। সংসদের প্রথম অধিবেশনে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যদের আনুপাতিক প্রতিনিধিত্বের সমন্বয়ে এ কমিটি গঠিত হবে। বিলে বলা হয়েছে, সাংসদেরা দায়িত্ব পালনকালে সাতটি মূলনীতি অনুসরণ করবেন। এর মধ্যে রয়েছে: সাংসদেরা দায়িত্ব পালনকালে তাঁদের দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত স্বার্থ-সম্পর্কিত থাকলে তা তিনি প্রকাশ করবেন; সাংসদেরা তাঁদের যেকোনো সিদ্ধান্ত ও কাজের ক্ষেত্রে যথাযথ স্বচ্ছতা অবলম্বন করবেন এবং প্রয়োজবোধে শুধু জনস্বার্থের ক্ষেত্রে তথ্যকে সীমাবদ্ধ রাখতে পারবেন; সাংসদেরা তাঁদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করবেন এবং তাঁরা যেকোনো যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন; সাংসদেরা তাঁর নিজের, পরিবারের স্বজনদের কোনো ধরনের আর্থিক সুবিধা বা বস্তুগত সুবিধা লাভের জন্য কিছু করবেন না; সাংসদেরা বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে এমন কোনো আর্থিক বা অন্য কোনো বাধ্যবাধকতায় সম্পৃক্ত হবেন না, যা তাঁর সংসদীয় দায়িত্ব পালনকে প্রভাবিত করতে পারে।

বিলটি পাস হলে সাংসদেরা ১০ হাজার টাকা মূল্যমানের বেশি কোনো উপঢৌকন বা সেবা নিতে পারবেন না। এর বেশি নিলে নৈতিকতা কমিটিকে অবহিত করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সরকারি কোষাগারে জমা দিতে হবে। কোনো সাংসদ এই আইন লঙ্ঘন করলে নৈতিকতা কমিটি তাদের বিবেচনা অনুযায়ী শাস্তির সুপারিশ করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করতে পারবে। http://adf.ly/yhPU


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.