আমাদের কথা খুঁজে নিন

   

‘পুরনো’ সাংসদদের বাসা ছাড়তে চিঠি

গত ১৪ জানুয়ারি এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
 

নবম সংসদের বিএনপির সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৩০ তারিখ সংসদ সদস্য ভবন ছেড়ে দেয়ার চিঠি দেয়া হয়েছে। সংসদ সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের এমপি সাহেবরা বাসা ছেড়ে দেবেন।”

নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, দেড়শ’র মতো সাবেক সাংসদকে বাসা ছাড়ার চিঠি দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা সাংসদের এখনো চিঠি দেয়া হয়নি। দশম সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন হওয়ার পর যারা পুনঃনির্বাচিত হননি তাদের চিঠি দেয়া হবে।

ইতোমধ্যে কয়েকজন সাংসদ বাসা ছাড়ার সময়সীমা আরো ১৫ দিন বাড়ানোর আবেদন করেছেন বলেও জানান তিনি।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর ৮ জানুয়ারি ২৯০ জনকে সাংসদ ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই আসনে জয় পাওয়ায় একটি আসন ছেড়ে দেন; ফলে ৯ জানুয়ারি থেকে চার দফায় মোট ২৯৬ জন শপথ নেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।