আমাদের কথা খুঁজে নিন

   

এটিই হতে পারে আপনার কম্পিউটারের এন্টিভাইরাসের সফল সমাধান।



কেমন করে এটিই হতে পারে আপনার কম্পিউটারের এন্টিভাইরাসের সফল সমাধান? আসুন আমরা নিজ নিজ এন্টিভাইরাসের কিছুটা বর্ণনা দিই, ভালো মন্দ দিকগুলো তুলে ধরি তাহলেই এই পোষ্টটি সবার জন্য ভালো একটি এন্টিভাইরাস প্রশ্নে সমাধানের দিকে আমাদের নিয়ে যাবে। এই জন্যই আপনার উপস্থিতি এই পোষ্টে খুব জরুরী। অনেকের পদচারণাই বেরিয়ে আসবে একটি সলিউশান এবং এটা অবশ্যই ফ্রি এন্টিভাইরাসের ক্ষেত্রে। প্রথমে আমারটা দিয়ে শুরু করি- ১। আমি ইসেট চালাই।

এটা খুবই কম রিসোর্স গ্রহণ করে ফলে কম্পিউটারকে মোটেও স্লো করেনা। এটা প্রায় ৪০-৫০ মেগার মধ্যে হয়ে যায়। এবং আপডেট প্রায় ৫-৩০ মেগার মধ্যে হয়ে যায় (আপনার সেটাপ ফাইলটি কতোদিনের তার উপর নির্ভর করে)। এটার ভাইরাস ক্যাচ করার মতা অসাধারণ ভালো। এটার তুলনা আমি খুজে পাইনি।

কিন্তু এটার বড় সমস্যা হলো- প্রতি সপ্তাহে ইউজারনেম ও পাসওয়ার্ড নেট থেকে খুঁজে বের করে এটা আপডেট করা। অনেক সময় শুধু এই সমস্যার জন্য আপনি এটা ব্যবহার করতে নিরুসাহিত হয়ে যেতে পারেন। কারণ এটা ফ্রি নয়। ২। এভাস্ট সম্পর্কে বিশেষ কিছু বলার নেই।

এটাও খুব ভালো এন্টিভাইরাস। কিন্তু এটা বেশি রিসোর্স নেয়। ফলে অপক্ষাকৃত কমশক্তিশালী কম্পিউটারগুলো আরো বেশি স্লো হয়ে যায়। এটা প্রায় ৪২-৫০ মেগার মধ্যে হয়ে যায়। এবং আপডেট প্রায় ৩৫-৪০ মেগা।

এটার ভাইরাস ক্যাচ করার মতা অসাধারণ ভালো। এটার জন্য একবছরের ফ্রি ইউজার হওয়া যায় একটি রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার সম্পন্ন করে। ৩। এ্যাভিরা, এটিও ভালো। কিন্তু এটার জন্য আপনাকে ৮০-৮৫ মেগা গুনতে হবে।

এরপর রয়েছে আপডেটের ঝামেলা। প্রায় ২০-৩০ মেগা। এ্যাভিরা ৯ এর জন্য আমি রেজিষ্ট্রেশন পক্রিয়া সম্পন্ন করতে পারিনি। এ্যাভিরা ৮ আমার কাছে ভালো ছিলো। এটা এখন আর ব্যক্তিগত ভাবে ভালো লাগে না।

৪। বিট ডিফেন্টার অনেক ভালো বলেই শুনেছি। কিন্তু এটা ইনস্টল করে আপডেট করতে ১১০মেগা লাগে দেখে ভয়ে আর কিছু করিনি। ৫। ক্যাসপারস্কাই টাকা দিয়ে কিনতে হবে।

তবু বলি এর আপডেপ দিতে সিটিসেল জুম থেকে প্রায় ঘন্টা দুয়েক লাগে (ব্যবহারকারীর কাছে শোনা)। আপনি যে কোন এন্টিভাইরাস ডাউনলোড করার জন্য সেই এন্টিভাইরাসের নাম লিখে গুগুলে সার্চ দিন এবং ঐ এন্টিভাইরাসের নিজস্ব ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করে ব্যবহার করুন। আর একটা কথা আপডেট ছাড়া কোন এন্ট্রিভাইরাসই যথেষ্ট কার্যকর নয়। ফলে আপনার ব্যবহার করা এন্ট্রিভাইরাসটি নিয়মিত আপডেট করুন। আশাকরি, এই পোষ্টের মন্তব্যে- আপনি আপনার ব্যবহৃত এন্টিভাইরাসের কিছুটা বিবরণ দিয়ে যাবেন।

যেমন এটি কতো মেগাবাইটের, আপডেট কতো মেগার এবং কোন রেজিষ্ট্রেশন ঝামেলা আছে কি না, পিসি স্লো করে কি না, স্ক্যান করতে খুব বেশি সময় নেয় কি না। সম্ভব হলে এটি ডাউনলোড করার লিংক দিয়ে দিন। এন্টিভাইরাস সম্পর্কে ব্লগার ইভা লুসি সেন তার Antivirus সমগ্র নামের পোষ্টে বিস্তারিত লিখেছেন। আরও বেশি জানার জন্য সেই পোস্টে যেতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে- এরচেয়ে ভালো হয় যদি ব্লগারদের নিকট থেকে মন্তব্যে এন্টিভাইরাসের বিষয়ে মতামত নেয়া হয়।

একসময় দেখা যাবে ব্লগারদের মন্তব্যগুলো সবার জন্য একটি আদর্শ এন্টিভাইরাস বেছে নিতে সাহায্য করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.