আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা : নির্মল সৃষ্টি।।



স্বাধীনতা তুমি- রক্ত স্রোতে ভেসে আসা নির্মল সৃষ্টি ভোরের শিশিরসিক্ত ঘাসে ঝরে পড়া মায়াময় বৃষ্টি। স্বাধীনতা তুমি- লাখো মুক্তিসেনার সাহসী দাবানল ভেঙ্গে দাও বিদ্রোহে যত সব পরাধীনতার আগল । । স্বাধীনতা তুমি- কালের প্রচ্ছদে আকাঁ লাল-সবুজ পতাকা পোষ্টারে কিংবা শহীদ মিনারে হাজারো ফুলের দ্যোতিকা। স্বাধীনতা তুমি- লাল সূর্যের রক্তিম শব্দ স্‌ষ্টির অবারিত গদ্য শামসুর রহমান কিংবা আল মাহমুদের হৃদয়ী ঘামের পদ্য ।

। স্বাধীনতা তুমি- বীর সেনার রক্তে একেঁছো বিজয়ের রেখা কুর্নিশ করতে করতে নেমে আসে তাই স্বপ্নের বারিধারা । তুমি এসেছিলে বলে - আধাঁরের পথে নামে জোৎস্নার দল তুমি এসেছিলে বলে - পদ্মা-মেঘনায় নামে ইলিশের ঢল । । স্বাধীনতা তুমি- কৃষানীর মূখে সোনালী ধানের রূপালী হাসি সবুজ মাঠে , বটের মূলে রাখালিয়া সূরের বাশেঁর বাশিঁ ।

স্বাধীনতা তুমি- ছেলেহারা শহীদ জননীর জ্বালাময়ী কবিতা সূরের মূর্ছনায় গেয়ে উঠা রবি ঠাকুরের "সোনার বাংলা" । । স্বাধীনতা তুমি- ২৬ মার্চ হয়ে ১৬ ডিসম্বরে - গগনে উড়াঁ বলাকা কবি নজরুলের বিদ্রোহী বীণায় মিশে থাকা বাবলী চুলের ঝাকা । স্বাধীনতা তুমি- চেয়েছিলে বলে অন্জলি অন্জলি রক্ত দিয়েছি ঢেলে বিনিময়ে দিয়েছো "স্বাধীন বাংলা, বেচেঁ আছি তোমার কোলে । ।

স্বপ্নের দেয়ালে দেয়ালে "ষ্টাচু অব বঙ্গবন্ধু" ডাকে নিরবধি রেসকোর্সের জ্বালাময়ী ঢেউ মিশে আছে হৃদয়ে,আজো অবধি । স্বাধীনতা তুমি- রেডিও বাংলায় শহীদ জিয়ার সাহসী ঘোষনা নতুন বাংলা,সোনার বাংলা,রূপালী বাংলার আশার সম্ভবনা । । ছড়িয়ে থাকা হাজারো নদী কি'বা পাহাড়ী কান্নার নির্ঝর ধারায় স্বাধীনতা তুমি- চিরদিন থেকো মিশে আমার সর্বৈব চেতনায় । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.