আমাদের কথা খুঁজে নিন

   

সততার আত্মাহুতিঃ জাতীয় কলঙ্ক

আমার পোস্ট আমার মতামতঃ যে কারো মতের সাথেই দ্বিমত হতে পারে। কিছুদিন আগে ভূমিসংক্রান্ত কামে সীতাকুণ্ড যাওয়া হয়েছিল, ফিরছিলাম মুড়ির টিনে ঝুলে ঝুলে। পেছনের দিকে বসা এক লোকের সেলফোনে একটা কল আসলো। ভদ্রলোক চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিলেন অন্যপ্রান্তের কলারের সাথে। কথা শুনে যা বুঝলাম, 'কাউকে কোন কাজে সরকারী দফতরে পাঠিয়েছেন, কাগজে অন্যায় বা দুর্নীতি থাকায় স্পীডমানির(ঘুষ) বিনিময়েও সরকারী কর্তা কাজটি পাস দিতে রাজি হচ্ছিলেন না।

তিনি ঘুষ খান না বলে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শুনেই ভদ্রলোকের চেঁচামেচি। ফোন রেখেই গাড়ির যাত্রীদের সাথে রাগ নিয়ে শেয়ার করছেন, 'দ্যাশত বালের অফিসার অইয়্যে টিঁয়া ন হায়!!' (দেশে *র অফিসার হয়েছে ঘুষ খায়না) কয়েকজন তার মুখের দিকে তাকিয়ে ছিল, কেউ কিছু বলার পাচ্ছিলনা। বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অন্যায় অপরাধের বিপক্ষে মৌন অবস্থান নিয়ে থাকে যদি নিজের স্বার্থ না থাকে। কিন্তু প্রতিবাদ প্রতিরোধের কোন চেস্টা বা ইচ্ছা কারো মধ্যেই থাকেনা। বলতে ইচ্ছে করছিল, 'আপনি তো দেশের শত্রু, জাতির শত্রু, আপনাকে এখন গণপিটুনি দেয়া উচিৎ আমাদের', কিন্তু পারলাম না।

আমি মার খেলে ২-৪ জন মানুষ আমাকে রক্ষা করতে সাহস দেখাবেনা। মিনিট খানেক পর বললাম, 'আপনাদের মত মানুষের কল্যাণে তো দেশে সৎ অফিসারের জন্ম হবেনা, কেউ সৎ থাকতে চাইলে আপনারা নিজেদের অন্যায় অপরাধের স্বার্থে তাকে টুঁটি চেপে মেরে ফেলবেন!!' বাসে নীরবতাই বিরাজ করছিল। বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি ফাঁসের মুল নায়ক জিএম মাসরুরুল হুদা সিরাজীর সততার প্রশংসা অনেক হয়েছে, অনেক স্তুতি হয়েছে, শেষ খবর হচ্ছে উক্ত কেলেঙ্কারিতে দুদকের করা এগারটি মামলাতেই কমন আসামী করা হয়েছে এই ভদ্রলোককে। ভদ্রলোক এখন পরিবার পরিজন আর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় প্রহর গুনছেন। উনার পরিবারের একজন সদস্যের ফেসবুক স্ট্যাটাস, ''কীভাবে শুরু করব বুঝতে পারছি না।

জিএম মাসরুরুল হুদা সিরাজীর কথা বলতে চাচ্ছি। হলমার্ক কেলেঙ্কারি উদঘাটনে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি। মিডিয়া, ফেসবুক, ব্লগে তাঁর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের পরিবারও গর্বিত হয়েছে। আমায়েছে।

কিন্তু আজ সবকিছু ঝাপসা লাগছে। দের অনুভূতির কথা আমি লিখেছিও ব্লগে। ফেসবুকে Arif Jebtik ভাইয়ের লেখা ''বেকুবদের পক্ষ থেকে বোকা মানুষটাকে শ্রদ্ধা'' তুমুল আলোচিত হজিএম সিরাজীকে ১১টি মামলার প্রত্যেকটিতে আসামী করেছে দুদক। আজ আমাদের পরিবার আক্ষরিক অর্থেই ডুবে যেতে বসেছে। আমাদের করা গর্বগুলো উলটো ছোবল মারছে আমাদের।

এ দেশে নীতি দেখালে কী পরিণতি হয়--চোখ মেলে অসহায়ের মতো দেখছি আমরা। না, আর নীতি-নৈতিকতাকে উৎসাহিত করব না। দুর্নীতির গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়াই নিরাপদ। জিএম সিরাজীকে নিয়ে এতদিন উচ্ছ্বাস প্রকাশ করেছি বলে ক্ষমা চাচ্ছি। ও হ্যাঁ, এই দেশ আমার দেশ নয়।

আমি এই দেশের নাগরিকত্ব বাতিল করতে চাই। আমাকে ক্ষমা করবেন। '' স্ট্যাটাসটি এখানে বাংলদেশে সৎ হওয়ার মুল্য এভাবে আর কতদিন দিতে হবে!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.