আমাদের কথা খুঁজে নিন

   

শহুরে ঢুকে পড়া মহিষের জন্য ছুটে আসে আইন-শৃঙ্খলা বিনাশকারী বাহিনী

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

পরিচিত মহিষের লুকানোর জায়গা নাই। শহুরে ঢুকে পড়া মহিষের জন্য ছুটে আসে আইন-শৃঙ্খলা বিনাশকারী বাহিনী। মহিষ এসেছিলো শান্তি নিয়ে, কিন্তু কেউ বিশ্বাস করে নাই। ফলে তাকে মেরেকেটেকুটে শৃঙ্খলা আনলো মানুষেরা। এই প্রচেষ্টার গায়ে আমি হিসু করি।

পরিচিত মহিষের গায়ে গন্ধ থাকে। উটকো গন্ধ। তার বারোয়ারি সুখের রাজ্যে নানাবিধ গন্ধের আস্তানা। এতে কল্যাণ নাই - সোশ্যালওয়েলফেয়ার নাই। জাতিসংঘ নাই।

সংবিধান নাই। তাই মহিষকে গরু বানিয়ে আমরা খেয়ে ফেলি। গরু নামে মহিষ খাই। শৃঙ্খলার মালমশলা জমাই আর বিশাল বিশাল আর্টিকেল লিখি। বাংলায় না।

বাংলায় লিখলে মহিষ পড়ে ফেলবে, এজন্য ইংলিশে লিখি। যেনো কেবল গরুরা পড়তে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।