আমাদের কথা খুঁজে নিন

   

শহুরে মানুষ

সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...

আমি শহুরে মানুষ। বহুকাল শুনিনা বাঁশি স্বর!তুমি শুনাবা আমারে মাঝি; শুনাবা বাঁশির সুর! রাতের আকাশে জলে না তারা। প্রিয় চাঁদকে বন্দি করেছে শহুরে দালান!তুমি দ্যাখাবা আমারে মাঝি; দ্যাখাবা আমারে অষ্টমীর দুধ-সাদা চাঁন! ও মাঝি; বলতে পারো --আমি আর কতকাল আমারে ঠকামু? আমার ফিটফাট পোশাকের তলে কত যে আন্ধার! মা যখন গ্রাম থেকে আইসা প্রশ্ন করে --বাজান ,ক্যামন আছো? আমি তারে বলতে পারি না;মা -আমি ভালো নাই! মা আমার জানে না- আমার শহরের অলিতে গলিতে না খাইতে পাইয়া পইরা থাকে জ্যান্ত মানুষ ! অভুক্ত-শীতার্ত পতিতারা বৃষ্টিতে দাড়াইয়া তালাস করে খদ্দের!মা আমার জানে না-ফুল কুড়ানির মাইয়া রা ফুল কুড়াইতে কুড়াইতে একসময় হইয়া ওঠে পতিতালয়ের বাসি ফুল! মা আমার জানে না- আমার শহরে মানুষ আর মানুষ নাই !সবাই কীট! আমরা সবাই যন্ত্র!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।