আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধশত কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা

বুধবার বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপ-সহকারী পরিচালক সিরাজ উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় এসব মামলা দায়ের করেন। তিনটি মামলায় মোট ৫০ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ।
এ সময় মামলায় সোনালী ব্যাংক নারায়ণগঞ্জের ফরেন এক্সচেঞ্জ (সাবেক মহিলা শাখা) শাখার সাবেক দুই কর্মকর্তাসহ তিনটি শিল্প প্রতিষ্ঠানের মালিককে আসামি করা হয়েছে।
এরা হলেন- সোনালী ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক আব্দুস সামাদ, ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা সিরাজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া এলাকার ‘মেসার্স শুভ ফ্যাশনস’ এর রফিকুল ইসলাম (রিপন) ও আব্দুর রশিদ, সিদ্ধিরগঞ্জে গোদনাইল পাঠানটুলী এলাকার ‘মেসার্স বি. আর ফ্যাশন ওয়্যার লিমিটেড’ এর ফিরোজ আহম্মেদ, ফরিদ আহম্মেদ, নুরুল ইসলাম ও জাকিয়া আহম্মেদ এবং ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর ‘মিলোনিয়াম নিটওয়্যার লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হক, চেয়ারম্যান এমদাদুল হক, সাবেক পরিচালক আবুল কালাম আজাদ, ফিরোজ ওয়াহিদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
মামলায় অভিযোগ করা হয়, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ‘মেসার্স শুভ ফ্যাশনস’ কর্তৃপক্ষ ২২ কোটি ৯১ লাখ ৬২ হাজার ৫২৪ টাকা, ‘মেসার্স বি. আর ফ্যাশন ওয়্যার লিমিটেড’ কর্তৃপক্ষ ১০ কোটি ২৭ লাখ ৫০ হাজার ৭১৩ টাকা এবং ‘মিলোনিয়াম নিটওয়্যার লিমিটেড’ কর্তৃপক্ষ ১৭ কোটি ৭১ লাখ ৭৪ হাজার ১৩৪ টাকা আত্মসাত করে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মামলাগুলো দুদক তদন্ত করবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.