আমাদের কথা খুঁজে নিন

   

আম্মুর ক্রিকেট পাঠ:কয় বলে এক উইকেট???

লেখালেখি অনেক কঠিন কাজ তাই শুধু পড়ি।

আমাদের ফ্যামেলির সবাই (মা ব্যাতিত) ক্রিকেটের চরম ভক্ত। মোটামুটি ক্রিকেট উন্মাদ বলা চলে। কিন্তু ক্রিকেট জিনিসটার প্রতি মায়ের কখনো আগ্রহ ছিলনা। থাকবে কি করে,উনি ব্যাট,বল ও স্ট্যাম্প ছাড়া ক্রিকেটের আর কিছুই চিনেন না,ক্রিকেট বোঝাতো ধুরের কথা।

তো তিনি এতদিন ক্রিকেট বিমুখ থাকলেও বিশ্বকাপ নিয়ে আমাদের মাতামতি দেখে আর মুখ ফিরিয়ে থাকতে পারলেন না। আমাদের সাথে তিনিও প্রতিদিন মুখ গম্ভীর করে চেহারায় হাজারটা প্রশ্ন নিয়ে খেলা দেখতে বসে পড়েন। তা খেলা দেখলে কি হবে,উনি তো কিছুই বোঝেন না। তাই আমাদের একের পর এক অদ্ভুত প্রশ্ন করতে থাকেন। কয়েকদিন দেখার পর চার,ছক্কা,রান এরকম কিছু ব্যাপার বুঝতে শুরূ করেন।

কিন্তু বুঝতে পারলেন না ছক্কা মারা এত সহজ নয় । এর কারন অবশ্য রস টেলর। পাকির বিপক্ষে ওর মাইর দেখে উনি ধরে নিলেন এইটা ব্যাপার না। এর কয়েক পর বাংলাদেশ-ইংল্যান্ড এর খেলার প্রায় অর্ধেকাংশ দেখেতো তিনি বিস্মিত কেউ কোন ছক্কা মারতে পারলনা পরে অবশ্য শেষের দিকে শফিউলের ছক্কা দেখে তিনি খুব খুশি। আসল মজা পরে বাংলাদেশের ১৬৯ রানে ৮ উইকেট চলে যাওয়ার পর আব্বু আর ধৈর্য ধরতে না পেরে ক্ষোভে ও হতাশায় ঘুমাতে চলে গেলেন।

কিন্তু আমিতো চরম আশাবাদী তাই খেলা দেখা চালিয়ে গেলাম সাথে দেখি আম্মু ও বসে আছেন। তো তিনি জানতে চাইলেন এইটাতেও কি বাংলাদেশ হেরে যাবে/#.আমি বললাম রানতো বেশী দরকার নাই কিন্তু উইকেট মাএ দুইটা জানিনা কি হয় এরপর তিনি যা বললেন তা শুনে এত উৎকন্ঠার মধ্যেও হাসি আটকাতে পারলাম না। বলল কয় বলে এক উইকেট বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.