আমাদের কথা খুঁজে নিন

   

আমার আম্মুর ব্রেন স্টোক করেছে মনে হচ্ছে..... ডাক্তার কেউ থাকলে একটু হেল্প করবেন প্লিজ

স্বপ্ন দেখতে ভালোবাসি......কিন্তু কেন যেন পরিশ্রম করা হয় না ঘটনার সূত্রপাত গত কাল। আমার আম্মুর বয়স ৩৮, এবং আমরা জানতাম উনি রোগমুক্ত। কিন্তু গত কাল দুপুর ৩ টার দিকে উনি বসে পাশের বাসার আন্টির সাথে কথা বলছিলেন। হঠাৎ উনার মুখে সমস্যা দেখা দেয়। মুখ বেকে যায় এবং কথা সব জড়ানো, কথা ক্লিয়ার হচ্ছিল না।

এবং আম্মুর ডান হাত নাড়াতে পারছিলেন না, কিন্তু পায়ে সমস্যা ছিল না। ঐ সময় আব্বু কলেজে ছিলেন এবং বাসাতে কেও ছিল না। তখন আন্টি আম্মুর মাথায় পানি দেন এবং আব্বু কে ফোন দেন কিছুক্ষন পর আব্বু আসেন। ঐ সময় আম্মুর হাত অনেকখন মালিশ করা হয়। প্রায় ৩ ঘন্টা পর স্বাভাবিক হয়ে যায়, এরপর আম্মু নিজে বিভিন্ন কাজকর্ম করেন।

কিন্তু আম্মু ঐ বিষয় গুরুত্ত না দিয়ে রাতে আবার পরিশ্রম করেন এবং আজ ভোর রাতে ৫ টার দিকে রান্না করতে যান। তখনি আবার ওই সমস্যা দেখা দেয়, তখন খুবই খারাপ অবস্থা হয়, এবং আব্বু ডাক্তার ডাকেন কিন্তু ভোর হওয়ায় ডাক্তার আস্তে আস্তে ১ ঘন্টা দেরি হয়। তখন থেকে আম্মু নাকি কথা বলতে পারছিলেন না, এবং ডান হাত ও ডান পা নারাতে পারতেছেন না। এখনো ওই অবস্তাতে আছে। তবে এখন কথা একটু বলতে পারছেন কিন্তু তাও অনেক কথা জড়ানো।

আর পা একটু নাড়াতে পারতেছেন কিন্তু হাত নাকি একদম নাড়াতে পারছেন না। উনার প্রেশার ১০০/১৬০ ছিল ঐ সময়। এখন কমেছে। ইসিজি করানো হয়েছে। সেটি দেখে স্থানীয় এমবিবিএস এক ডক্টর বলেছেন সেটি নাকি স্বাভাবিক।

আর নতুন করে যেটি হয়েছে উনার ডায়াবেটিস ধারা পরছে। ডায়াবেটিস এর মাত্রা ১০ ধরা পরেছে। ইন্সট্যান্ট ভাল ডাক্টারের কাছেও নিতে পারি নাই কারন আম্মুর অবস্থা এত খারাপ যে বাথরুম এ যেতেও ১/২ জনের হেল্প লাগতেছে। আর বাসাতেও মানুশের সংখ্যা খুবই কম। আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট এ পড়ি, আর আমার পরের বোন্টাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে।

বাসাতে আব্বু আর আমার ছোট বোন থাকে। আর আমাদের বাসা সাতক্ষীরার একটি থানা শহরে যেখান থেকে খুলনার দূরত্ব ৫০ কিমি। এজন্য আগামীকাল খুলনাতে একজন মেডিসিন বিশেষ্ণগ দেখবেন আব্বু। কিন্তু আমি বুজতেছি না এটা বেশি দেরি হয়ে যাবে কিনা। আমি যতদুর জানি এটা নাকি সাথে সাথে ভাল ডাক্টর দেখাতে হয়।

সকালে ১ ঘন্টা পর ডাক্টার এসে যে ঔষুধ দিছেন তা হচ্ছেঃ ১। “ইন্সেপ্টা” এর “ভিটাবিওন” ইঞ্জেকশন দেন। ২। “স্কয়ার” এর “Neurolep” ৩। “সোমাটিক ফার্মাসিট্যিক্লস” এর “S-ome 20” ৪।

“একমি” এর “Azil” কি কি টেস্ট করা যেতে পারে ?? আর ভাল কোন সাজেশন থাকলে প্লিজ দিবেন। আমার খুব খারাপ অবস্থা, যদিও আমি এখনো সিলেট থেকে যেতে পারি নাই। আমার বোনটা গেছে। টেনশন হচ্ছে খুব। যদি কেঊ দয়া করে জানাতেন যে কি করা উচিত এখন তাহলে খুব কৃতজ্ঞ থাকব।

আমার মোবাইল নাম্বার ০১৭২৩০৩৪৮৯৮ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.