আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশ প্রিন্ট মিডিয়ায় বাংলাদেশের জয়ের খবর। একটি ছবি ব্লগ।

আমি বিলাত থাকি, কামলা খাটি

কামলা দিয়া আইসা আইজকার মতো পোস্টাইতে দেরং হইয়া গেসে। কিন্তু, একখান কাম করসি, আইজকা এইখানে যত পেপার বাইর হইসে সবগুলা পইড়া যা পারসি সব গুলান ফডুক তুইলা লইয়া আসি। আইফোনে তোলা ফডুক। তাই খুব একডা হয়ত ভালা হ্য় নাই। কিন্তু, বুঝা যায়, ওরা কেমুন ডলা দিসে ইংলিশ টিমরে। দ্যা মিরর তো লিখসে "যারা গত খেলার পর বাংলাদেশ টিমের বাসে আর সাকিবের বাসায় ঢিল মারসে তারা নিশ্চয় কাইলকা তাগো মাথার উপরে সাকিবরে লইয়া নাচানাচি করসে।" বাংলাদেশ খুব সুন্দর একখান উদ্ভোধনী অনুষ্ঠান করার পরও এরা ছোডো কইরা নিউজ করসিলো। শুধু স্ট্রাউস কাকু রিক্সা কইরা যাইতাসিলো ওই ফডুক দিসিলো।আইজকা বড় বড় কইরা নিউজ দিসে। যাউগ্গা কতা বাড়াইয়া লাভ নাই, এইবার ফডুক দেখেন:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.