আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের জিলাপী পোস্ট( অল্প আঠার প্লাস)

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

ফেসবুকে কত কিছুই না ঘটে। আর আমার পাগলামিটা এখানে একটু বেশী। এমনিতেই তো অনেক মজা করি আর ফেসবুকে তো কথাই নেই। হাজার হোক, ভার্চুয়াল মজা করা নিয়ে কথা। আজকে ১টা ছোট্ট শেয়ারঃ আমার এক বন্ধু এক গাঁজাখুরি হিসাব দেখিয়ে স্ট্যাটাস দেয় বাংলাদেশের খুব সম্ভাবনা রয়েছে ২য় রাউন্ডে যাবার( আসলে খুব ক্ষীণ বলতে গেলে নাই ই)।

শালার মেজাজ গেল গরম হয়ে। ভাবলাম ঘুঘু তুমি তো মজা লুটতে চাইলা এইবার তোমার সাথে মজা লুটি। আমার প্রথম কমেন্টঃ দোস্ত চরম আইডিয়া। এই বুদ্ধি তুই রাখস কই? নিশ্চয়ই তোর বগলের তলে? উত্তরঃ নাহ, আমার বালিশের তলে। আমার ২য় কমেন্টঃ বালিশটা তো বগলের তলেই থাকে তোর, তাই না দোস্ত! উত্তরঃ তোর মাথা পুরাই গেছে।

ল্যাবের ২০ মিনিট ভাইভা দিয়া তোর মাথা মনে হয় পুরাই গেছে। আমার ৩য় কমেন্টঃ আরে লজ্জা পাস কেন? আমি তো তোর বগল নিয়েই কথা বলছি। আমারটা নিয়ে তো নয়! আমার লাস্ট কমেন্টটা দেখি একটু পরে ডিলিট। আমি তো মহা ক্ষ্যাপার ভান করলাম। কি? এত্ত বড় অপমান? আমার কমেন্ট ডিলিট? আমি জীবনেও তোর স্ট্যাটাসএ কমেন্ট দিব না! শীগগীর আমার কমেন্ট ফিরিয়ে দে> উত্তরঃ কিভাবে দিব? এটা তো আর সম্ভব না।

আমার পালাঃ তুই আমার ঐ কমেন্টটা নিজে লিখে দে। দীর্ঘ ৫ মিনিট পর সে ঐ কোমেন্টটি লিখে দিল। আর অন্য সব বন্ধুরা যারা এতক্ষন এই নাটিকাটি উপভোগ করছিল, ওরা সবাই ওর সেই কমেন্টএ লাইক দিতে থাকল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।