আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে মজা নাই!

মানুষ বাচেঁ তার কর্মে!

এবারের বিশ্বকাপ দেখে খুব একটা মজা পাচ্ছি না। সব দলের ভিতরে কেমন যেন একটা ভয় ভয় ভাব......। জিতি কিনা হারি এরকম অবস্থা ......কোনো আত্মবিশ্বাস নেই! বেশি স্কোর করলে ও হারে আবার ২০০ এর নিচে স্কোর করে ও জিতে যায়। কেমন যেন একটা বেখাপ্পা ভাব! ২০০৩, ২০০৭ সালের অস্ট্রেলিয়া দলের মত কারো মধ্যেই কোনো ডেশিং ভাব নেই!? সবকিছু দুমড়ে মুচড়ে দেয়ার কোনো ক্ষমতা নেই। একদলের ব্যাটিং ভালো তো বোলিং দুর্বল, বোলিং ভালো তো ব্যাটিং নড়বড়ে। এ কেমন হাল!!?? ধুর কোনো মজাই পাই না!!! নিজের দেশের খেলা যে দেখব, তারো কোনো জো নেই! কোন সময় আবার ১১ রানে অলআউট!(প্রত্যেককে ১ রান করে ভাগে দিলাম, সমবন্টন আর কি!) তখন নিজেই লজ্জায় পড়ে যাই। ভাবছি, বিশ্বকাপ খেলাটা আর না দেখলে কেমন হয়!!??


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।