আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে ক্যামেরুন

তিউনিশিয়ার মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। এর আগে শনিবার মহাদেশটি থেকে ২০১৪ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে নাইজেরিয়া ও আইভরি কোস্ট।
এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেল আফ্রিকার অদম্য সিংহরা।
ঘরের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ক্যামেরুন। গোল করেন পিয়েরে অ্যাকিলি ওয়েবো।

৩১ বছর বয়সী স্ট্রাইকার ওয়েবোর এটি ১৭তম আন্তর্জাতিক গোল।
৩০ মিনিটে ব্যবধান বাড়ান আরেক স্ট্রাইকার বেঞ্জামিন মোকানজু। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
২-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা তিউনিশিয়ার পক্ষে ৫১ মিনিটে ব্যবধান কমান বদলি স্ট্রাইকার আহমেদ আকাইসি। ম্যাচেও লড়াইয়ের আভাস মেলে।


কিন্তু ২০ মিনিটের ব্যবধানে মিডফিল্ডার জ্য ম্যাকুনের জোড়া গোলে ব্রাজিল যাত্রা নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। ৬৬ মিনিটে একটি কর্নার কিকে মাথা ছুইয়ে প্রথম গোলটি করেন তিনি। আর ৮৬ মিনিটে দ্বিতীয় গোলটিতে সব আশা শেষ হয়ে যায় তিউনিসিয়ার।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।