আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে জার্মানি

ইউরোপ অঞ্চল থেকে ব্রাজিল বিশ্বকাপে ইতালি এবং নেদারল্যান্ডের সঙ্গী হলো জার্মানি, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড। গত ১০ সেপ্টেম্বরেই বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইতালি এবং নেদারল্যান্ড। গত শুক্রবার বিশ্বকাপের টিকিট পেল জার্মানি, বেলজিয়াম ও সুইজারল্যান্ড।

জার্মানি গত শুক্রবার আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে। এর ফলে সি গ্রুপে তারা ৯ ম্যাচে ১৫ পয়েন্ট অর্জন করে ব্রাজিল যাত্রা নিশ্চিত করেছে।

এই গ্রুপে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সুইডেন প্লে-অফ রাউন্ড নিশ্চিত করেছে। সুইডিশরা গত শুক্রবার ওলসন ও ইব্রাহিমোভিচের গোলে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়ামও। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল বেলজিয়ানরা। ১২তম বারের মতো বিশ্বকাপ খেলা নিশ্চিত করার পথে তারা গত শুক্রবার ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে।

এই জয়ে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। ক্রোয়েশিয়া ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১০ম বারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। গত শুক্রবার সুইসরা ২-১ গোলে আলবেনিয়াকে পরাজিত করে। এই জয়ে ই গ্রুপে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল সুইজারল্যান্ড।

এই গ্রুপে আইসল্যান্ড ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

এদিকে গত শুক্রবার ২-১ গোলে বেলারুশকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দলের পক্ষে গোল করেছেন জাভি ও নেগ্রেদো। এই জয়ে আই গ্রুপে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল স্পেন। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স।

আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ইতালি গত শুক্রবার ২-২ গোলে ড্র করেছে ডেনমার্কের সঙ্গে। এছাড়া পর্তুগাল ১-১ গোলে ড্র করেছে ইসরাইলের সঙ্গে। তবে এফ গ্রুপে লুঙ্মেবার্গকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে রয়েছে রাশিয়া। এই গ্রুপে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের অর্জন ১৮ পয়েন্ট।

গত শুক্রবার ৪-১ গোলে মন্টিনিগ্রোকে হারিয়েছে ইংল্যান্ড। দলের পক্ষে গোল করেছেন রুনি, টাউস্যান্ড এবং স্টরিজ। এ ছাড়া মন্টিনিগ্রোর বসকভিচ একটি আত্দঘাতী গোল করেছেন। এই জয়ে এইচ গ্রুপে অনেকটাই শক্ত অবস্থানে থাকল ইংলিশরা।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।