আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে আর্জেন্টিনা!

আজ আর্জেন্টিনার কোনো ম্যাচ নেই বিশ্বকাপ বাছাই পর্বে। ম্যাচ না থাকলেও বিশ্বকাপের নিশ্চয়তা পেতে পারেন মেসিরা আজই। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট অর্জন করে মেসিরা ল্যাটিন অঞ্চলের শীর্ষে বসে আছে। পরের তিনটি স্থানে রয়েছে কলম্বিয়া (২৩ পয়েন্ট), ইকুয়েডর (২১ পয়েন্ট) ও চিলি (২১ পয়েন্ট)। পঞ্চমে আছে উরুগুয়ে (১৬ পয়েন্ট)।

আজ উরুগুয়ে-পেরু ম্যাচের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হওয়ার বিষয়টি। উরুগুয়ে হারলে কিংবা ড্র করলেও আলবেসিলেস্তরা হাতে তিন ম্যাচ রেখেই বিশ্বকাপ নিশ্চিত করতে পারেন।

ল্যাটিন অঞ্চলের বাছাই পর্বে সপ্তমে আছে ভেনেজুয়েলা (১৩ ম্যাচে ১৬ পয়েন্ট)। এর অর্থ তারা সামনের তিনটি ম্যাচ জিতলেও আর্জেন্টিনার সমান পয়েন্ট পাচ্ছে না। উরুগুয়ের হাতে আজকেরটিসহ রয়েছে ৪ ম্যাচ।

যদি আজ হেরে যায় তারা, তবে আর্জেন্টিনার অন্তত চতুর্থ স্থান নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ ব্রাজিল যাত্রা নিশ্চিত হচ্ছে মেসিদের। যদি উরুগুয়ে আজ পেরুর সঙ্গে ড্র করে, এর পরও আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা নিশ্চিতই বলা যায়। সে ক্ষেত্রে পরের তিনটি ম্যাচ উরুগুয়ে জিতলে এবং আর্জেন্টিনা হারলে দুই দলেরই পয়েন্ট হবে ২৬ করে। তবে বর্তমানে আর্জেন্টিনার গোল ব্যবধান +১৬ এবং উরুগুয়ের -৩।

এ ব্যবধান ঘোচানো তিন ম্যাচের মধ্যে উরুগুয়ের মতো দলের পক্ষেও সম্ভব নয়। যাই হোক, উরুগুয়ে আজ ড্র করলে অফিশিয়ালি আর্জেন্টিনার বিশ্বকাপ আজই নিশ্চিত হচ্ছে না। উরুগুয়ে হারলেই কেবল বিশ্বকাপ নিশ্চিত হতে পারে আর্জেন্টিনার। সে ক্ষেত্রে গত রাতে কলম্বিয়া জয় পেয়ে থাকলে তারাও সঙ্গী হবে মেসিদের।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।