আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিম কান

প্রাণীর টিস্যু থেকে ইতোমধ্যেই টিস্যু প্রকৌশলীরা মানুষের কানের মতো কান তৈরি করেছেন বলে বিবিসি জানিয়েছে। এ কান সত্যিকারের কানের মতোই নমনীয় বলে জানিয়েছেন বস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকরা। দুর্ঘটনায় যারা কান হারিয়েছেন তাদের কিংবা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা জন্মগতভাবে বিকৃত কানের প্রতিস্থাপনে ভবিষ্যতে কাজে আসবে এ কৃত্রিম কান। প্রকৌশলীরা এ লক্ষ্য নিয়েই গবেষণাগারে কান তৈরির কাজ করে যাচ্ছেন। এরআগে গবেষকরা ইঁদুরের দেহে একটি শিশুর উপযোগী কৃত্রিম কান তৈরিতে সক্ষম হয়েছেন। নতুন গবেষণায় গবেষকরা গরু এবং ভেড়া থেকে টিস্যু নিয়ে মানুষের কান আকৃতির একটি ছাঁচে ফেলে ত্রিমাত্রিক গড়ন তৈরি করে তা ইঁদুরের শরীরে প্রতিস্থাপন করে কৃত্রিম কান তৈরির চেষ্টায় সফল হন। তারা মনে করেন, কানের এই আকৃতি এবং নমনীয়তা ধরে রাখা সম্ভব হলে পরবর্তীতে তা মানুষের চিকিৎসায় কাজে আসবে। টিস্যু প্রকৌশলী ও গবেষকদের এই সাফল্য বিস্তারিতভাবে দ্য জার্নাল অব রয়েল সোসাইটি ইন্টারফেসে প্রকাশিত হয়েছে। জানা গেছে, ইতোমধ্যে গবেষণাগারে কৃত্রিমভাবে একটি কিডনির তৈরি করে সেটি একটি ইঁদুরের শরীরে প্রতিস্থাপন করা হলে কিডনিটি মূত্র তৈরি শুরু করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।