আমাদের কথা খুঁজে নিন

   

কলিগ যখন ব্লগে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কলিগ আমার ভস মানুষ। যদি জানতে পারে আমার ব্লগিং-এর খবর তাইলে চাকরী যাবার সম্ভাবিলিটি আছে। সোজা ভসের ভস মানে দাদা ভসরে গিয়া কইবো, দি বয় হ্যাজ প্রোবস, হি গট ব্লগস! দাদা ভস কইবো, হোয়াট দ্যা ফাক! আই নিড ববস ঠু! কলিগ তখন বুঝাইবে, নো নো, ইটস ব্লগস! নট ববস! আইমিন ইন্টারনেটে লেখালেখি - ওই যে আযাইরা পোলাপানের গালাগালি! দাদা ভস কইবে, হোয়াটটটটটটটট? ধরে নিয়া আসো তাকে, উত্তমরূপে প‌্যাদানি দিয়া দেই......। এটুকু ভাবতেই ভয়ে আমার হাত পা....। আর ভাবতে পারি না।

অফিসে বসে ব্লগাইও না। বাট আচমকা মানে অল অফ এ সাডেন...ভস আমাকে সামুতে ঢুকতে বললো। টাসকায়িত আমার দুচোখে বিষ্ফোরণ। চাকরীটা কি গেলো! ভস আশস্ত করলো এই বইলা যে সে নিজেই সামুতে আইয়া পড়ছে! শুইনা শান্তিতে আমার পেন্টুল মোটামুটি ভিইজা উঠলো। জয় বাংলা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.