আমাদের কথা খুঁজে নিন

   

কলিগ কার্টুনের উৎপাতে অস্থির

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বছর দুই আগের কোন একদিনে সবাই আলাপ করছে ইন্ডিয়ান আইডল নিয়ে। আমার কলিগ ফট করে জানালো, সে ছেলের কার্টুনের উৎপাতে অস্থির, সারাদিন কেবল বেন১০, টম এন্ড জেরি এটচেটরা! কিছুদিন পরে দেখি নতুন একটা টিভি কিনতে। জিজ্ঞেস করলাম, কি বিষয়? আর বলবেন না, ছেলের জ্বালায় খবরও দেখতে পারি না এক মিনিট! যা শালা তুই ড্রইং রুমে থাক, আমি বেডরুমে! দুইদিন পরে আমার বাসায় খবর দেখতে এসেছে। সিরিজ বোমা হামলা চলছে তখন। জিজ্ঞেস করলাম, কি ভাই? বাসায় কি সমস্যা? বলবেন না ভাই, ছেলে দুটো টিভিতেই কার্টুন দেখবে! আমার অবাক হবার পালা! কিভাবে? বেডরুমের টিভিটাও ড্রইং রুমে ফিট করতে হয়েছে। একটাতে কার্টুন নেটওয়ার্ক আরেকটাতেও কি একটা কার্টুনের চ্যানেল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.