আমাদের কথা খুঁজে নিন

   

কলিগ কথন : যমজ

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

"আচ্ছা, রোগা-পটকা তুই আর তোর ভাই যে কয়েক মিনিটের আইডেন্টিক্যাল যমজ, ভাবী কি এটা বিয়ের আগে জানতো? তার তো প্রতিদিন....। " বাকিটুকু শেষ না করতেই কলিগের চোখ দুটা আমার দিকে কামান দাগানোর জন্য বড় বড় হয়ে গেল। "না মানে বলছিলাম, ভাবী বেচারী ভীষণ ফাপড়ে থাকে নিঃশ্চয়ই! মানে কল্পনা কর, কে যে কে এত মন দিয়ে কি আর সবসময়ই দেখার অবকাশ থাকে। তাছাড়া, মানুষ মাত্রই ভুল।

" দেখলাম, কলিগের চোয়াল শক্ত হয়ে গেল। এডিশনালি, এবার অফিসের সবার চোঁখ আমার উপর। খানিকটা ভ্যাবা-চ্যাকা খেয়ে পরিবেশ পাল্টানোর জন্য বললাম, "না, মানে চিন্তা করিস না! আপাতত দৃষ্টিতে তুই ফাপঁড়ে থাকলেও বেশিদিন না। তোর ভাইয়ের জন্য তো মেয়ে দেখা চলছে। তোরও উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি।

তখন তোর ভাই ফাপঁড়ে থাকবে। হে হে!!!" বলেই মুখে বেকুব মার্কা হাসি লাগিয়ে দিলাম। আমাদের অফিসে পেপার ওয়েট নাই। কিন্তু, স্টাপলার মেশিনটার কথা হঠাৎ মনে আসতেই, দে দৌড়। মরাল অফ দিস ইনসিডেন্ট: মানুষকে পচাইতে ভালা পাই।

খেক খেক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.