আমাদের কথা খুঁজে নিন

   

কলিগ এর হবু বউ এর ঈদ শপিং !!!

shamseerbd@yahoo.com
তুমি কোথায় । .................................. আবার শপিং এ যাচ্ছো অলরেডী চারবারত গেলে । ....................................... তোমার আর এই ঈদে জামা কিনতে হবেনা। যে চারবার গিয়েও পছন্দ করতে পারেনা , সে আটবারেও পারবেনা । কে আছে সাথে....... ........................ ও আচ্ছা ।

সাবধানে যেও । পৌঁচাইছ ? .................. দেখ আজকে কিনতে পার কিনা ..................... পারলেত ভালই । । ------------------------------------------------------------- আমি কি জামা দেখতেছি নাকি, কোনটা তোমাকে ভাল লাগবে কিভাবে বলি । এক কাজ কর, এমএমএস করে দাও ! ............................................................. এই শামসীর, বলত কোন জামাটা আমার বউরে ভাল লাগবে ! আমি আপনের বউরে দেখছি নাকি ? মিয়া বললাম একটা পর্টি দেন, তাত দিলেননা, এখন বলতেছেন কোন জামা ভাল লাগবে।

আরে বলনা- এই বেগুনিটা না ঐ লালটা ? নতুন বউ হবে যেহেতু লালটাই বলে দেন , আর নাহলে দুইটাই কিনতে বলেন, একটাইত বউ আপনার আরে ফাজলামী করিসনা , উল্টাপাল্টা হইলে পরে আমার রুচি নিয়া কোশ্চেন তুলব !!! তাইলে যেটা বেশী দামী ঐটা কিনতে বলেন , দামী জিনিসত ভালই হয়, আর আপনারে কিপটাও কইতে পারবোনা ধুর, তুই খালি ফাজলামী করিস, হের লাইগাইত হ কইসে আপনারে, এককাজ করেন, আপনের কাজ আমি কইরা দিতাছি, আপনিও শপিং এ যান গা চুপ থাক, তোর কাজ কর..........। ওকে ..................... আচ্ছা মেয়েরা এত ধৈর্য্য কই পায় বলত, এতবার এই জ্যাম ঠেলে শপিং এ যাবার ইচ্ছা ওগো কেমনে হয় আপনে যে সারাদিন গুটগুট কইরা কথা কওয়ার এই নতুন অভ্যাস তৈরি করছেন, এইটা কেমনে করলেন আগে কন তোমারত কেউ নাই, হইলে দেখুমত, তুমি আরও বেশী গুটগুট করতাছ গত উইকএন্ডে একটা পাঞ্জাবী কিনতে আমারে পাঁচ ঘন্টা ঘুরাইছে, কেমনে যে পারে চিন্তা কর !!! টেনশন নিয়েননা, পরেরবার থেইকা ঈদের আগেরদিন এক দোকান থেকেই কিনা দিব , তখন আপনেত আর নতুন জামাই থাকবেননা ঐ খোচানি ছাড়া তোর কোন কাজ নাই, অফিসের কাজ কর ------------------------------------------- উইকএন্ডে কতক্ষন ঘুরলেন? আরে সারাদিন, কি যে পেইন বউ আর শালী রে লইয়া শপিং এ যাওয়া, একবার এক দোকানে ঢুকে !!! ইস আপনের শালীটা আরেকটু বড় হইলে আপনেরে সঙ্গ দেয়া যাইত হ আমার শালীরে তোরমত ফাজীলের হাতে তুইলা দিমু, আর কাম নাই !!! ভাই জামা কোনটা কিনল?? ঐগুলা নাকি বেশী ভাল লাগতেছেনা, এখন অন্য দোকানে খুজতাছে !!! হা হা হা হা হা হা হাসতাছোস কেন ?? না এমনি বিয়া করতে যাও, তখন বুঝবা আরে আমিত বুঝতেই চাইতেছি তখন দেখুমনে, কি কর ----------------------------------------------- চলেন ইফতারের টাইম হইয়া গেছে ......ভাবী কই ? এখনও মার্কেটে হা হা হা, আজও কিনা হইলনা । ভালই হইছে কালকে বন্ধ আছে, আপনে আবার নিয়া বের হবেন । ভাবী মনে হয় এর লাইগাই কিনে নাই। আপনারে সাথে নিয়া কিনব, আফটার অল নতুন জামাই, আপনের পছন্দের একটা দাম আছেনা কালকে আমি ঘুমামু, বাইর হমুনা বাজী হইয়া যাক !!! কি নিয়া.......... কালকে আপনে বারটার মধ্যে ভাবীরে নিয়া আবার বাইর হইবেন, এগারটা থেকে ভাবীগো গলির মুখে যাইয়া খাড়াইয়া থাকবেন হ তুমি বেশী বুঝ, কয়টা বিয়া করছ বাজী হইয়া যাক, আপনেরে কালকে সন্ধ্যায় ইফতার করামু যদি বাইর না হন, রোযা রাইখা মিছা কথা কইবেননা কিন্তু।

আর ভাবী সহ বাইর হইলে আপনে আমারে ইফতার করাইবেন ঐ বেটা আমি আমার বউরে নিয়া একশবার বাইর হমু, তোর কি হা হা হা, মনে মনে তাইলে ঠিক কইরা ফেলছেন কাইল বাইর হইবেন ঐ চল, ইফতারের টাইম হইছে........। ----------------------------------------------------- এই তুমি ইফতার করতেছ কই ? ............................ আচ্ছা । । বস আপনেও যান গা ইফতার শেষে , একদিন বেশী কাটাইলেন একসাথে হ আমার আর খাইয়া দাইয়া কাম নাই ------------------------------------------------------------- তুমি কোথায় এখন ? .............................. কতক্ষন থাকবা !! ............................ তাহলে ওয়েট কর, রাস্তা ফাঁকা আছে, আমি সিএনজি নিয়া চলে আসি, তোমারে দেখতে ইচ্ছা করতেছে হা হা হা হা হা, আমিত আগেই কইছিলাম ঐ হাসবিনা, দেখুমত তুমি কি কর ওকে বৃহস্পতিবার দেখা হইবোনে, আর আজকে যেন জামা না কিনে, তাইলে কালকে আবার বাইর হইতে পারবেন আমিও ইফতারি খাইতে পারুম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.