আমাদের কথা খুঁজে নিন

   

খায়রুল হককে পদত্যাগের আহ্বান

সাবেক প্রধান বিচারপতি খায়রুল ব্যক্তিগত জীবনে ‘সৎ’ নন দাবি করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
বিএনপি সমর্থক আইনজীবীদের এই সংগঠনের মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, “খায়রুল হক দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি দুস্থদের টাকা নিয়েছেন। এতিমদের তহবিল থেকে ১০ লাখ টাকা নিয়েছেন।
“যারা টাকা দিয়েছেন, তারা অপরাধ করেছেন।

কিন্তু তিনি প্রধান বিচারপতি হিসেবে এটা নিতে পারেন না। তার মতো অসৎ লোক এ ধরনের পদে থাকতে পারেন না। ”
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গত ২৩ জুলাই আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তার হাত দিয়েই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় এসেছিল।
ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেন, খায়রুল হককে নিয়োগ দেয়ার জন্য দীর্ঘদিন আইন কমিশনের চেয়ারম্যানের পদটি শূন্য রাখা হয়েছিল।


“খায়রুল হক একটি রায়ে বলেছিলেন, অবসরে যাওয়ার দুই বছর পার না হওয়া পর্যন্ত কোনো বিচারককে কোনো পদে নিয়োগ না দেয়ার জন্য। এ কারণে তার দু্ই বছর শেষ হওয়ার জন্য অপেক্ষা করা হয়েছে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.